EKHON BHARAT :- ছাত্র ও সমাজ গঠনের মূল কান্ডারী শিক্ষক শিক্ষিকারা। অথচ তারাই মাঝেমধ্যে এমন কিছু কান্ড ঘটিয়ে বসেন যা দেখলে মনে হয় তারা যেন আমাদের হিংসাত্মক হয়ে ওঠা শিক্ষাই দিচ্ছেন! অন্তত বর্ধমানের একটি স্কুলের ঘটনা দেখে তেমনটাই মনে হয়।
স্কুলের মধ্যেই দুই শিক্ষকের মধ্যে প্রথমে শুরু হয় বচসা। এরপর তারা এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে, পরস্পরের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায় স্কুলের মধ্যে। ছাত্র-ছাত্রীদের সামনে উত্তেজিত শিক্ষক ও প্রধান শিক্ষককে থামাতে ছুটে যান স্কুলের অন্যান্য শিক্ষকরা। এই ঘটনার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বর্ধমান ২ নম্বর ব্লকের হাটগোবিন্দপুর হাই স্কুলে।
শিক্ষকদের এই গুণের খবর পেয়ে স্কুলে যান স্থানীয় জনপ্রতিনিধি থেকে হাটগোবিন্দপুর ফাঁড়ির পুলিশও। এই ঘটনার প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষককের কাছে ডেপুটেশন দেন স্কুলেরই বেশ কয়েকজন প্রাক্তন ছাত্র। তাদের দাবী, স্কুলের মধ্যে একজন শিক্ষক কীভাবে প্রধান শিক্ষককের সঙ্গে হাতাহাতি করছেন। ওই শিক্ষককে প্রধান শিক্ষককের উদ্দেশ্য অশালীন মন্তব্য করতে দেখা গিয়েছে, যা ১৩ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে দেখা যায়। এই স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করছে, শিক্ষাঙ্গনে খোদ শিক্ষকদের এই আচরণ পড়ুয়াদের মধ্যে খারাপ বার্তা দিচ্ছে। স্কুলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবিতে প্রাক্তন ছাত্ররা ডেপুটেশন দেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলের অটোমোবাইল শিক্ষক কৃষ্ণন্দু রায় বেশ কয়েজদিন ধরে সময় মতো স্কুলে আস ছিলেন না।
স্কুলের ভিতরেই হেডমাস্টার-সহ শিক্ষক ধাক্কাধাক্কি ! ভাইরাল ভিডিও দেখে তোলপাড় বর্ধমান
লাইনে ছুটছে ট্রেন, রেলগেট ভেঙে বেরিয়ে গেল লর্ড অল্টো
এই বিষয় নিয়ে অনেকদিন থেকেই প্রধান শিক্ষক অশোক কুমার জোয়াদার ও কৃষ্ণন্দু রায়ের মধ্যে সমস্যা চলছে। মাঝেমধ্যে গণ্ডগোলও বেঁধে । জানা গিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর স্কুলের দুই শিক্ষক নিজেদের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শুরু হয় চিৎকার, চেঁচামেচিও। বিষয়টি কানে যেতেই ছুটে যান বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। ১৩ সেপ্টেম্বর ঘটনা টি কেউ ভিডিও করে শোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। শিক্ষাঙ্গনে এই রকম ঘটনা খুবই দুঃখজনক বলে মনে করছেন শিক্ষক থেকে পড়ুয়ারা। এই বিষয়ে তৃণমূল নেতা দেবু টুডু বলেন, এই রকম ঘটনা খুবই দুঃখজনক।
শিক্ষকরা সমাজের মেরুদণ্ড। তারা দায়িত্বশীল মানুষ, তাদের আরো দায়িত্বশীল হতে হবে। জেলা বিজেপি নেতৃত্বের মতে, আজকে শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে, শিক্ষকরাও নিজেদের মধ্যে মারামারিতে জড়াচ্ছেন। শিক্ষা বলে আর কিছু নেই, সব কিছু এখন ভাগ-বটোরার ব্যাপার। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ মন্তব্য করেছেন বর্তমান সময়টাই যেন জোর যার মুলুক তার-এ পরিণত হয়েছে।