এখন ভারত : পশ্চিমবঙ্গ সহ দেশের বহু মানুষ সাহারাতে বিনিয়োগ করেছিলেন।লাখ লাখ পরিবার বেশি লাভের আশায় বিনিয়োগ করেছিলেন সাহারার স্কিমে।বিনিয়োগ করা টাকা বছরের পর আটকে রয়েছে বিনিয়োগকারীদের। অনেকেই ওই টাকার আশা কার্যত ছেড়ে দিয়েছিলেন।
তবে এবার সেই সমস্যার সমাধ্ন করার হেতু কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বেলা ১২ টার পরে চালু করলেন সাহারা রিফান্ড পোর্টাল। যার মাধ্যমে বিনিয়োগকারীরা তাঁদের কষ্টার্জিত টাকা পেতে সক্ষম হবেন। আবেদনের মাত্র ৪৫ দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন বিনিয়োগকারীরা।
পোর্টাল লঞ্চ করার অনুষ্ঠানে অমিত শাহ বলেন, প্রাথমিকভাবে প্রায় ৪কোটি মানুষ উপকৃত হবেন। সাহারা রিফান্ড পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা স্বচ্ছভাবে ৫০০০ কোটি টাকা ফেরত পাবেন। বহু বছর ধরে আদালতে এই মামলা চলেছে। তিনি বলেন, মোদী সরকার বিনিয়োগকারীদের স্বার্থে রিফান্ড পোর্টালের মাধ্যমে এমন পদক্ষেপ নিতে উদ্যোগ নিয়েছে। বস্তুত আদালতের টাকা ফেরতের নির্দেশের পরেই সরকার এই পোর্টাল চালু করেছে। শাহ আরো বলেন- “যারা বিনিয়োগ করেছে তাদের টাকা ফেরত থেকে কেউ আটকাতে পারবে না। টাকা ফেরত দেওয়ার এটা দারুণ শুরু। স্বচ্ছতার সঙ্গে কোটি কোটি মানুষ তাঁদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে শুরু করেছে।”
পোর্টাল চালুর সময় অমিত শাহ বলেন, ১ কোটি লোক পোর্টালে আবেদন করার ৪৫ দিনের মধ্যে তাদের অর্থ ফেরত পাবে। যে বিনিয়োগকারীদের বিনিয়োগের মেয়াদ শেষ হয়েছে তাঁরাই কেবলমাত্র টাকা ফেরত পাচ্ছেন। বিনিয়োগকারীদের এই পোর্টালে তাঁদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এই সময়ই নানা নথিও জমা দিতে হবে। এই নথি ৩০ দিনের মধ্যে সাহারা গ্রুপের কমিটির তরফে যাচাই করা হবে। এরপর অনলাইনে ক্লেইমের ১৫ দিনের মধ্যে বিনিয়োগকারীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। তারপরে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে।