কৌশিকী অমাবস্যার রাতে কত টাকার মদ বিক্রি হল তারাপীঠে? জানলে বুক ধড়পড় করবে!

Follw Us Now

কৌশিকী অমাবস্যার রাতে কত টাকার মদ বিক্রি হল তারাপীঠে? জানলে বুক ধড়পড় করবে!

EKHON BHARAT :- পান রসিকরা এমনিতেই সারা বছর গলা ভেজান। কোনও পুজো বা অনুষ্ঠান হলে তো আর কোনও কথাই নেই! তার ওপর যদি হয় কালীপুজো, তাহলে একেবারে কারণবারির ফোয়ারা ছোটে। কৌশিকী অমাবস্যায় রেকর্ড মদ বিক্রি হয়েছে তারাপীঠে। তবে সিদ্ধপীঠে একরাতে যে টাকার মদ বিক্রি হল তা জানলে চোখ কপালে উঠতে বাধ্য পানরসিকদের।

কৌশিকী অমাবস্যায় মা তারার দর্শনে এসে মদেই মেতে রইলেন ভক্তদের একটা বড় অংশ। বলা ভালো তারাপীঠ বৃহস্পতিবার কার্যত ভেসে গেল কারণবারিতে। জানা গিয়েছে, শুধু ঐদিন একরাতেই ৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে তারাপীঠে। কয়েক বছর আগে পরপর দু’দিন মিলিয়ে ৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল তারাপীঠে। তবে এবার সেই সব রেকর্ড ভেঙে চুরমার। একরাতেই সিদ্ধপীঠে সুপার সাইক্লোনের গতিতে বিক্রি হয় মদ। কৌশিকী অমাবস্যায় এবছর বিপুল ভিড়ও হয়েছে তারাপীঠে। মা তারার দর্শন পেতে ভিনরাজ্য থেকেও অগণিত ভক্ত ভিড় জমান এই পুণ্যভূমিতে। ভিড় জমান ভিনরাজ্যের সাধকরাও। তাঁদের একটা বড় অংশও মদ্য পানে আসক্ত।

যদিও এবছর কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠে বেআইনি মদের কারবার রুখতে সচেষ্ট ছিল পুলিশ। কিন্তু তারপরেও রাতভর তারাপীঠ-জুড়ে দেদার বিক্রি হয়েছে মদ। জানা গিয়েছে তারাপীঠে সরকার অনুমোদিত প্রায় ২০টি দোকান আছে। সেই দোকানগুলির সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে পুন্যার্থী-সহ অন্যদেরও। দীর্ঘ সময় ক্লান্তিহীন ভাবে দাঁড়িয়ে থেকে হাতে মদের বোতল নিয়ে তবেই দোকান ছাড়েন তারা।

একরাতেই ৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে তারাপীঠে। কেউ কেউ বলছেন, গতরাতে বিহার থেকেও বহু ভক্ত ভিড় করেছিলেন তারাপীঠে। পড়শি রাজ্য বিহারে মদ নিষিদ্ধ। সেই কারণে সুরার টানে বিহারবাসীর অনেকেও এবার তারাপীঠে ভিড় জমিয়েছিলেন। কৌশিকী অমাবস্যায় এসে রথ দেখা ও কলা বেচা দুই-ই হল ভক্তদের অনেকের। অবশ্য তারাপীঠে পুজোতেও লাগে কারণসুধা। তাই মা তারার পুজোয় লক্ষ্মীলাভ হল বিক্রেতাদেরও।

কৌশিকী অমাবস্যার রাতে কত টাকার মদ বিক্রি হল তারাপীঠে? জানলে বুক ধড়পড় করবে!

More News – শিশুকে নিয়ে বাইক চালাচ্ছেন? এর বেশি গতিবেগ হলেই দিতে হবে জরিমানা

রাস্তাঘাটে বেড়েছে বিভিন্ন যানবাহনের সংখ্যা। ফলে বেড়ে চলেছে পথদুর্ঘটনাও। তাই দুর্ঘটনা ঠেকানোর জন্য চার চাকা চালকদের পাশাপাশি দু চাকা চালকদের জন্যও একাধিক নিয়ম চালু করা হয়েছে। যা অমান্য করলে শাস্তির মুখে পড়তে হয়। দিতে হয় ভারী জরিমানা। Continue Reading

ট্রেন্ডিং খবর