এখন ভারত : প্রতি রবিবারের মতো আজও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র রেডিয়ো সম্প্রচারিত হবে ‘মন কি বাত’। তবে আজ একটু স্পেশাল দিন। কারণ “মন কি বাত’-এর শততম পর্ব সম্প্রচারিত হতে চলেছে। শুধুমাত্র ভারতেই নয়, এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে। জানা গিয়েছে, রাষ্ট্রপুঞ্জের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারেও সম্প্রচারিত হবে ‘মন কি বাত’। এদিন সকাল ১১ টা থেকে এই অনুষ্ঠানের সম্প্রচার শুরু হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। সেবছরই ৩ অক্টোবর থেকে শুরু হয় মন কি বাত অনুষ্ঠান। দেখতে দেখতে আজ এই অনুষ্ঠানের ১০০তম পর্ব। তাই পর্বটি আরও স্মরণীয় এবং ঐতিহাসিক করে তুলতে কেন্দ্রের শাসকদল বিজেপি বিশেষ আয়োজন করেছে। যা নজিরবিহীন। দেশের বিধানসভা কেন্দ্রে ১০০টি করে জায়গায় এই অনুষ্ঠান সম্প্রচার হতে চলেছে। দেশজুড়ে প্রায় ৪ লাখ জায়গায় এই অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা নিজে এই বিষয়টি দেখছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সব রাজ্যের রাজভবনে, বিজেপি ও তাদের জোটসঙ্গী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর বাসভবনেও মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বিজেপির সদর দফতরে মন কি বাত অনুষ্ঠান শুনতে হাজির হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উপস্থিত থাকবেন বিজেপির অন্যান্য শীর্ষ নেতা-কর্মীরাও।
ভারতের গণ্ডি ছাড়িয়ে সুদূর আমেরিকার নিউইয়র্কে অবস্থিত রাষ্ট্রসংঘের সদর দফতরেও সম্প্রচারিত হতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর এই অনুষ্ঠানের ১০০তম পর্ব। রেডিয়ো সম্প্রচার শুরু করার কারণ হিসাবে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশের সব স্তরের মানুষের কাছে যাতে একসঙ্গে পৌঁছে যাওয়া যায় এবং তাদের নিত্যদিনের ছোট-বড় সাফল্য থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সমস্যা, যাবতীয় কিছু তুলে ধরা সম্ভব এর মাধ্যমে।