৭০ পেরিয়েও রুমাল বিক্রি! বৃদ্ধ ‘ফেরিওয়ালা’র কাহিনী স্যালুট জানানোর মতো

Follw Us Now

এখন ভারত : বয়স ৭০ -এর কোঠা পেরিয়েছে বেশ কয়েক বছর বছর আগেই। কিন্তু এই বয়সেও সকাল হলে স্নান খাওয়া সেরে রুমালের ঝোলা নিয়ে বেরিয়ে পড়েন। স্টেশনে পসরা সাজিয়ে বসতে হবে তাকে। শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন, সংসার চালাতে অনেকেই এমনটা করে থাকেন! এ আর নতুন কথা কী? তবে আর পাঁচজনের থেকে এই রুমাল ‘কাকা’র বিষয়টি একটু অন্যরকম। তার কাহিনী শুনে অনেকেই হয়তো অনুপ্রাণিত হবেন জীবনে কিছু করার। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমন কাহিনিই ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, রেল স্টেশনে দীর্ঘ ১৭ বছর ধরে রুমাল বিক্রি করে চলেছেন বছর ৭৮ -এর এক বৃদ্ধ। সকালে স্নান-খাওয়া সেরে পসরা নিয়ে বেরিয়ে পড়েন। বাড়ি ফেরেন রাতে। ৭০ পেরনো বৃদ্ধ হাসান আলির সংসার যে শুধু তার উপর নির্ভরশীল এমনটা নয়। তাই তার গল্প আপনাকে চমকে দেবে। মুম্বইয়ের বোরিভালি স্টেশনে রোজ দেখা মেলে এই বৃদ্ধর।

সংসারে কিছু সাহায্য করা এবং যাতে বসে খেতে না হয়, তার জন্যই প্রতিদিন এভাবেই স্টেশনে ঘুরে রুমাল বিক্রি করে চলেছেন হাসান আলি। এমন একজন কর্মঠ মানুষের অনুপ্রেরণামূলক গল্প ইনস্টাগ্রামে শেয়ার করেছে হিউম্যানস অফ বোম্বে। জানা গিয়েছে, আগে জুতোর দোকানে সেলসম্যানের কাজ করতেন তিনি। অবসর গ্রহণের পর বসে থাকা নয় বরং রুমাল বিক্রি শুরু করেন স্টেশনে।
হাসানের কথায়, কোনও কিছু বিক্রি করা একটা শিল্প। তাই অবসরের পর স্টেশনে রুমাল বিক্রি করি। বাড়িতে ছেলে, বৌ, নাতি, বৌমা রয়েছে। এতে সংসারের কিছু আয়ও হয়। তাছাড়া বাড়িতে বসে থাকলে শরীরে আলস্য চেপে ধরবে, সেটা যাতে না হয় যাতে সুস্থ সতেজ থাকতে পারি তাই প্রতিদিন আমার এই একই রুটিন।
এখানেই শেষ নয়, তিনি আরও জানান, প্রতিদিন বাড়ি থেকে বাসে চেপে রুমাল বিক্রি করতে আসেন এখানে। বছরের পর বছর ধরে এভাবে ব্যবসা করতে করতে বেশ কিছু পকেট কাস্টমার তৈরি করেছেন! ভালবেসে সবাই তাকে ‘কাকা’ বলে ডাকেন। ক্রেতাদের প্রতিও তার সমান ভালোবাসা। প্রতিদিন স্টেশনে যাতায়াতকারী মানুষের পাশাপাশি তাঁর গল্প সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মুগ্ধ করেছে। অবশ্য মুগ্ধ হওয়ারই মতো! কারণ, চাকরি থেকে অবসর গ্রহণের পর প্রায় প্রত্যেকে যেখানে একটু বিশ্রাম নিতে চায়, এখানে হাসানের এই চিন্তাভাবনাকে সত্যি স্যালুট জানাতে হয়।

ট্রেন্ডিং খবর