সুরাপ্রেমীদের জন্যে সুখবর
EKHON BHARAT :- কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এর পাশাপাশি প্রত্যেকের বাড়িতেই নিজস্ব নানা অনুষ্ঠান লেগেই থাকে। আর সুরাপ্রেমীদের কাছে অনুষ্ঠান মানেই যেটা না হলেই নয়, হ্যাঁ ঠিকই ধরেছেন ‘মদ’। যদিও সারা বছরই অনেকের কমবেশি মদ্যপানের অভ্যেস রয়েছে। এদিকে কোনও অনুষ্ঠানে মদের দোকানেও থাকে লম্বা লাইন। তখন রীতিমতো সমস্যায় পড়তে হয় সুরা প্রেমীদের। তবে সেই সমস্যার দিন শেষ হতে চলেছে। সুরাপ্রেমীদের জন্যে সুখবর। এবার বাড়িতেই মিনি বার খোলার অনুমতি মিলেছে। তবে আপনার লাফানোর কিছু হয়নি! কারণ এই অনুমতি দিল পুষ্কর সিং ধামি সরকার।
উত্তরাখণ্ডে মানুষ এখন তাদের বাড়িতেই বার তৈরি করতে পারবে। বাড়িতে সর্বাধিক ৫০ লিটার পর্যন্ত মদ সংরক্ষণ করা যাবে। ২০২৩-২৪ সালে নতুন আবগারি নীতিতে উত্তরাখণ্ড রাজ্য সরকার ‘হোম মিনি বার লাইসেন্স নীতি’ অনুমোদন করেছে বলে জানা গিয়েছে। এই নীতির অধীনে ইতিমধ্যেই দেরাদুন থেকে একজন আবেদনকারীকে একটি মিনি বার লাইসেন্স দেওয়া হয়েছে। ৪ অক্টোবর প্রশাসনিক ভাবে ওই আবেদনকারীকে হোম মিনি বারের লাইসেন্স দেওয়া হয়। এই বিষয়ে দেরাদুন জেলা আবগারি ও দফতর সূত্র জানানো হয়েছে, আবগারি নীতি অনুযায়ী যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে ব্যক্তিগত ব্যবহারের জন্য বারের লাইসেন্স দেওয়া হয়েছে। জেলায় প্রথম এই ধরনের লাইসেন্স দেওয়া হচ্ছে।
তবে এতে কিছু শর্ত আরোপ করা হয়েছে। দেরাদুন জেলা আবগারি আধিকারিক জানিয়েছেন, চাইলেই যে কেউ বাড়িতে মিনি বার খুলতে পারবেন না। যে কোনও ব্যক্তি যিনি গত পাঁচ বছর ধরে আয়কর রিটার্ন জমা করছেন তারাই কেবল ডিএম অফিসে বাড়িতে মিনি বারের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এর জন্যে বার্ষিক ১২,০০০ টাকা জমা করতে হবে। বাড়িতে মিনি বারের ক্ষেত্রে কিছু নির্দেশিকাও জারি করা হয়েছেঃ লাইসেন্সধারীরা বাড়িতে সর্বাধিক ৫০ লিটার পর্যন্ত মদ সংরক্ষণ করতে পারবে।
আরও খবর- মৃত্যুপুরী! সিকিমে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬, বাংলাতেই উদ্ধার ৩০ দেহ
সুরাপ্রেমীদের জন্যে সুখবর, এখন বাড়িতে খোলা যাবে ‘মিনি বার’, কীভাবে জানুন
এর মধ্যে থাকবে ৯ লিটার ভারতীয় তৈরি বিদেশি মদ। ১৮ লিটার বিদেশি মদ। ৯ লিটার ওয়াইন এবং ১৫ লিটার বিয়ার। শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্যে দেওয়া হবে এই লাইসেন্স। কোনওরকম বাণিজ্যিক সুবিধা নেওয়া যাবে না। ড্রাই ডে-র দিন গুলোতে বার বন্ধ রাখতে হবে। ২১ বছর বয়সের নীচে কেউ যেন বাড়িতে তৈরি মিনি বারের আশেপাশে না আসে তা অবশ্যই নিশ্চিত করতে হবে।