সোনালী সফর! লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরা! প্রথম সুযোগ কোন শাখায়?

Follw Us Now

সোনালী সফর! লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরা! প্রথম সুযোগ কোন শাখায়?

লোকাল ট্রেনে সোনালী সফর!

EKHON BHARAT :- লোকাল ট্রেনে আর কষ্ট করে যাত্রা নয়, বরং এবার দারুণ সুখকর সফর হওয়া শুধুই সময়ের অপেক্ষা! আর ক’দিন পরেই দেবীপক্ষের সূচনা। পুজোর মুখে শহর ও শহরতলির মহিলা ট্রেনযাত্রীদের জন্য বড় উপহার পূর্ব রেলের। সবকিছু ঠিকঠাক থাকলে দেবীপক্ষের সূচনার পুণ্যলগ্নে মাতৃশক্তিকে অভূতপূর্ব শ্রদ্ধা জানানোর পথে হাঁটতে পারে ভারতীয় রেল।

এরাজ্যে মাতৃভূমি লেডিস স্পেশালে চালু হতে পারে প্রথম শ্রেণির কামরা। ঝাঁ চকচকে সাজানো-গোছানো এই কামরার তাকলাগানো সৌন্দর্য্য নজর কাড়বেই। কামরার দেওয়াল জুড়ে তুলির টানে অপূর্ব শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে পালকের মতো নরম সিটে আরামের যাত্রা উপভোগের সুযোগ থাকছে। পূর্ব রেলের পাইলট প্রজেক্ট হিসেবে আপাতত এটিকে চালু করা হচ্ছে। পাশাপাশি দ্বিতীয় শ্রেণির কামরাও থাকবে। এই ফার্স্ট ক্লাস কামরা কেমন প্রভাব ফেলছে, তা বিচার করে পরবর্তী সময়ে অন্যান্য লাইনেও লেডিস স্পেশাল ট্রেনে এই উন্নতমানের কামরা নিয়ে আসা হবে বলে জানিয়েছে রেল।

রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আপাতত রাজ্যের একটিমাত্র শাখার মাতৃভূমি লোকালেই চালু হতে পারে প্রথম শ্রেণির এই কামরা। শিয়ালদহ-রানাঘাট শাখার মাতৃভূমি লোকালে সর্বপ্রথম মিলতে পারে এই আরাম-সফরের সোনালী সুযোগ। এই মাতৃভূমি লোকালের প্রথম শ্রেণির কামরায় এবার যাতায়াত হবে আরও আরামদায়ক, আরও সুখকর। কামরার নরম সিটে বসে আরামের যাত্রা উপভোগ করতে পারবেন যাত্রীরা। সম্প্রতি এমন কামরার কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে।

আরও খবর- মৃত্যুপুরী! সিকিমে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬, বাংলাতেই উদ্ধার ৩০ দেহ

সোনালী সফর! লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরা! প্রথম সুযোগ কোন শাখায়?

সেগুলিতে দেখা যাচ্ছে কামরার দেওয়ালের কোথাও রয়েছে আগ্রার তাজমহলের ছবি, কোথাও রয়েছে দিল্লির ইন্ডিয়া গেটের ছবি। কোথাও বা এক মহিলা পাইলটকে দেখা যাচ্ছে। কোথাও ট্রেনের কামরার দেওয়ালে কলসি নিয়ে হাঁটতে দেখা যাচ্ছে এক গাঁয়ের বধূকে। প্রথম শ্রেণির এই কামরার মেঝেতে পাতা থাকবে সুদৃশ্য ম্যাট।

এই পরিষেবায় মহিলা রেলযাত্রীদের মধ্যে ভালো সাড়া পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তবে সাধারণ কামরায় যাতায়াতের ক্ষেত্রে যা ভাড়া গুণতে হয় তার থেকে বেশ খানিকটা বেশিই ভাড়া গুণতে হবে যাত্রীদের। যদিও সেই ভাড়া ঠিক কত হতে পারে সেব্যাপারে রেলের তরফে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

ট্রেন্ডিং খবর