সিকিমে ঘুরতে গিয়ে খোঁজ নেই ঝাড়্গ্রামের একই পরিবারের পাঁচ সদস্যের

Follw Us Now

সিকিমে ঘুরতে গিয়ে খোঁজ নেই ঝাড়্গ্রামের একই পরিবারের পাঁচ সদস্যের

সিকিমে ঘুরতে গিয়ে খোঁজ নেই পরিবারের পাঁচ সদস্যের

EKHON BHARAT :- মনে একরাশ আনন্দ নিয়ে ঝাড়গ্রাম থেকে সিকিমে বেড়াতে গিয়েছিলেন একই পরিবারের ৫ জন। কিন্তু কে জানত দুর্যোগের মধ্যে পড়তে হবে তাদের ! আচমকা দুর্যোগের মধ্যে পড়ে খোঁজ মিলছে না তাঁদের। আত্মীয় জানিয়েছে, ফোনে তাঁদের সঙ্গে যোগযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু বারবার যোগাযোগের পরও ব্যর্থ হন তারা। কোনও খবর পাওয়া যাচ্ছে না। জানা যায়, ঝাড়গ্রামের গাইঘাটার বাসিন্দা শুভদীপ রথের দুই ছেলে, নাতি ও বৌমারা সিকিমে গিয়েছেন। সিকিম থেকে গ্যাংটক সেখান থেকে লাচুং গিয়েছিলেন তাঁরা। গত মঙ্গলবার রাত সাড়ে ন’টায় পরিবারের সঙ্গে তাঁদের ফোনে কথা হয়েছিল।

সিকিমে ঘুরতে গিয়ে খোঁজ নেই ঝাড়্গ্রামের একই পরিবারের পাঁচ সদস্যের

তারপর থেকেই তাঁদের খোঁজ মিলছে না। তাঁদের সঙ্গে মোবাইলে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় আত্মীয়দের। দুশ্চিন্তায় তাদের ঘুম ছুটেছে। সিকিমের পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। অনেকেরই খোঁজ মিলছে না। সেখানে ঘুরতে গিয়ে অনেকেই আটকে পড়েছেন। মৃত্যু হয়েছেন ১৮ জনের। রায়গঞ্জের থেকে দুই ভাই বাইকে সিকিম গিয়েছিলেন তাঁদের খোঁজ মেলেনি। রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্বর্ণদ্বীপ মজুমদার পুণায় চাকরি করতেন। পুজোর ছুটি নিয়ে শনিবার রায়গঞ্জের বাড়ি থেকে বাইকে চেপে স্বর্ণদ্বীপ ও তার ভাই শ্রীকান্ত মজুমদার-সহ আরও এক বন্ধু মিলে সিকিমের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়েছিলেন।

সিকিমে ঘুরতে গিয়ে খোঁজ নেই ঝাড়্গ্রামের একই পরিবারের পাঁচ সদস্যের

খোঁজ নেই তাদের। তাঁদের সঙ্গে মোবাইলে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের।সিকিম বিপর্যয়ের খবর টিভিতে দেখেই কান্নায় ভেঙে পড়েছেন তাদের মা বাবা। দুই যুবকের পরিবার থানার দ্বারস্থ হয়েছিলেন। সিকিম প্রশাসনের কাছ থেকেও তাঁদের খোঁজ মেলেনি। সিকিমের তিন এলাকা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছে। প্রশাসন সেখানে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করার চেষ্টা করে চলেছে।

ট্রেন্ডিং খবর