Ekhon Bharat :- Earth quake Morocco আফ্রিকার মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পের কারণে গোটা দেশে শুরু হয়েছে মৃত্যু মিছিল। চরম ধ্বংসাত্মক এই ভূমিকম্প এখনও পর্যন্ত ১০০০-এর বেশি মানুষের প্রাণ কেড়েছে। বিধ্বংসী ভূমিকম্পের সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। শুক্রবার রাতে আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৮। এরপর যত সময় গড়ায়, ততই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। আহত হয়েছেন আরো কয়েকশো মানুষ। এখনো পর্যন্ত সংখ্যা ৩০০ জনেরও বেশি আহত হয়েছে বলে খবর মিলেছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে মরক্কো। মৃত ও আহতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, ভূমিকম্পটি ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১৮.৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। রাত ১১:১১ মিনিটে ভূকম্প অনুভূত হয়। এটি উপকূলীয় শহর রাবাত, কাসাব্লাঙ্কা এবং এসসাউইরাতেও অনুভূত হয়েছিল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বলেছে যে এটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে উত্তর আফ্রিকার দেশটির ওই অংশে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
শনিবার সারা বিশ্ব থেকে সমর্থনের বার্তা পেতে শুরু করেছে মরক্কো। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, ‘মরোক্কো সরকারকে সহায়তা করার প্রচেষ্টায় জাতিসংঘ প্রস্তুত রয়েছে।’
প্রধানমন্ত্রী মোদিও বিধ্বংসী ভূমিকম্পে প্রাণ হারানো মানুষদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি তার সমবেদনা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘মরক্কোর ভূমিকম্পে নিহতদের খবরে আমি অত্যন্ত দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল।’ এদিন জি-২০ সম্মেলন শুরুর আগেও মোদি বলেন, সারা বিশ্ব মরক্কোর পাশে রয়েছে।
Earth quake Morocco চারিদিকে লাশের স্তূপ, মৃত ১ হাজারেরও বেশি! মরক্কো ভূমিকম্পের ভাইরাল ভিডিওতে গোটা বিশ্ব শোকাহত
More News – বরের ডিজাইন করা ‘এলইডি লেহেঙ্গা’ পরে গ্র্যান্ড এন্ট্রি কনের! নেট দুনিয়ায় ‘ভাইরাল’ ভিডিও!
চারিদিক আলোর রোশনাইয়ে ঝলমল করছে। বিয়ের আগে মেহেন্দি অনুষ্ঠানে গমগম করছে পরিবার-পরিজন সহ অতিথিদের উপস্থিতিতে। তারই মাঝে লেহেঙ্গা পরে বরের সঙ্গে মণ্ডপের দিকে হেঁটে আসছেন কনে। এটাই বিয়ের সাধারণ ছবি। কিন্তু এর মধ্যেও ঘটেছে এক অভিনব কান্ড। Continue Reading