EKHON BHARAT :- সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। হাওড়া শাখার ব্যান্ডেল-শক্তিগড় সেকশনের আদিসপ্তগ্রামের কাছে ১২ নম্বর লেভেল ক্রসিংয়ে তৈরি হবে ওভার ব্রিজ। শনিবার থেকে শুরু হচ্ছে কাজ। চলবে সোমবার পর্যন্ত। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে রেল। তাই এই তিন দিন এই শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে রেল। যার জেরে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেনকেও ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি কখনও ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, ওভারহেডের কাজ, আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জেরে কয়েক মাস ধরে শিয়ালদা-হাওড়া শাখায় লাগাতার টেন বাতিল চলছে। পুজোর মরশুমে চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ। আবারো চলতি সপ্তাহের শেষে একই ছবিই!
১৬ ও ১৭ তারিখ বাতিলের খাতায় থাকছে
বর্ধমান থেকে: 03052
হাওড়া থেকে: 37857
ওভারব্রিজ তৈরির জের, হাওড়া-বর্ধমান লাইনে সোমবার পর্যন্ত বাতিল একগুচ্ছ ট্রেন
সিটে বসা নিয়ে দুই মহিলা যাত্রীর চুলোচুলি থেকে রক্তারক্তি, বনগাঁ লোকালে ধুন্ধুমার
১৭ ও ১৮ তারিখ বাতিলের খাতায় থাকছে
হাওড়া থেকে: 03051
ব্যান্ডেল থেকে: 37781
বর্ধমান থেকে: 37782 এবং 37812
ঘুরপথে চলবে যে এক্সপ্রেসগুলি-
13029 আপ হাওড়া – মোকামা এক্সপ্রেস ১৬ ও ১৭ তারিখ রাত ১১টা ২০ মিনিটের পরিবর্তে রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে হাওড়া থেকে। হাওড়া-বর্ধমান কর্ড লাইন থেকে ঘুরপথে চালানো হবে।
13030 মোকামা – হাওড়া এক্সপ্রেস ১৬ ও ১৭ তারিখ হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
পাশাপাশি বালিয়া – শিয়ালদহ এক্সপ্রেস, জোগবানি – কলকাতা এক্সপ্রেস, গয়া – হাওড়া এক্সপ্রেসের মতো বেশ কিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করা হবে বলে খবর।