নিম্নচাপের জেরে শিকেয় উঠেছে পুজোর কেনাকাটা, বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

Follw Us Now

নিম্নচাপের জেরে শিকেয় উঠেছে পুজোর কেনাকাটা, বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

EKHON BHARAT :- বুধবার সকাল থেকেই আকাশের মুখ বেজায় ভার। তখন থেকেই বোঝা যাচ্ছিল সারাটা দিন কেমন যেতে পারে। ঠিক তেমনটাই চলছে। কখনও ঝমঝম করে, আবার কখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। বাংলা ক্যালেন্ডার মতে ভাদ্র-আশ্বিন শরৎকাল। এ সময় আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা হওয়ার কথা। অথচ গত কয়েকদিন ধরে নাছোড় বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মূলত নিম্নচাপের জেরেই এমন আবহাওয়ার রূপ বদল। নিম্নচাপের জেরে কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাতেও একই চিত্র।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ সারাদিন বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা গিয়েছে। ফলে বৃষ্টিতে নাজেহাল হতে হবে রাজ্যবাসীকে। কলকাতাতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। সারা দিন আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের কারণে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া আমাদের রাজ্যে প্রবেশ করছে। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই বৃষ্টিপাতের হাত থেকে এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বুধবার ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপের জেরে শিকেয় উঠেছে পুজোর কেনাকাটা, বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

গ্যারাজে ৪০০টিরও বেশি নামীদামি গাড়ি, অম্বানী-আদানিদেরও টেক্কা দেন বেঙ্গালুরুর এই নাপিত

টিকিটের চাহিদা তুঙ্গে! মাত্র ২৫ দিনে বন্দে ভারত থেকে রেলের আয় জানলে মাথা ঘুরে যাবে !

এ ছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বিক্ষিপ্ত এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আর মাত্র এক মাস পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সাধারণ মানুষ যেমন পুজোর কেনাকাটায় ব্যস্ত ঠিক তেমনি পুজো উদ্যোক্তারাও একই ব্যস্ত। তার আগে আবহাওয়ার খামখেয়ালিপনায় পুজোর কেনাকাটার বাজার মার খাচ্ছে। নিম্নচাপের কারণে কপালে চিন্তার ভাঁজ বিক্রেতাদের। পুজোর কেনাকাটায় ব্যাঘাত ঘটাচ্ছে অসুররূপী বৃষ্টি।

ট্রেন্ডিং খবর