এখন ভারত :ভারতের প্রসিদ্ধ তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম তীর্থক্ষেত্র হল কেদারনাথ। ইচ্ছে থাকলেও হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথে অনেকেই টাকার অভাব আবার কেউ সময়ের অভাবে যেতে পারেন না। অনেক সময় শারিরীক প্রতিবন্ধকতাও এই তীর্থস্থানে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তবে আপনে কি কেদারনাথ দর্শনে আকুল হয়ে উঠেছেন? তাহলে আর চিন্তা নেই! এবার কেদারনাথ আপনার বাড়ির কাছেই। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে এবার কেদারনাথের আদলে তৈরি হল কেদারনাথ মন্দির। আর ইচ্ছে করলেই এই মন্দির ঘুরে যেতে পারেন যে কোনও দিন। উল্লেখ্য, কেদারনাথ মন্দির হল ভগবান শিবের পবিত্র ধাম। উত্তরাখণ্ড চারধাম যাত্রা অর্থাৎ বৈদ্যনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী অন্যতম অবিচ্ছেদ্য অংশ। ভারতের বিখ্যাত তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হল কেদারনাথ। উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাড়ি হিমবাহের কাছে, মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫৮৩ মিটার উপরে অবস্থিত দেশের বিখ্যাত ও হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দির, কেদারনাথ মন্দির। ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি অন্যতম। যার উল্লেখ মহাভারতেও রয়েছে। প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী কেদারনাথ দর্শনে যান। তবে ইচ্ছে থাকলেও নানা কারণে হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথে অনেকেই যেতে পারেন না।