যেতে হবে না হিমালয়ের কোলে! কেদারনাথ দর্শন এবার বসিরহাটেই

Follw Us Now

এখন ভারত :ভারতের প্রসিদ্ধ তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম তীর্থক্ষেত্র হল কেদারনাথ। ইচ্ছে থাকলেও হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথে অনেকেই টাকার অভাব আবার কেউ সময়ের অভাবে যেতে পারেন না। অনেক সময় শারিরীক প্রতিবন্ধকতাও এই তীর্থস্থানে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তবে আপনে কি কেদারনাথ দর্শনে আকুল হয়ে উঠেছেন? তাহলে আর চিন্তা নেই! এবার কেদারনাথ আপনার বাড়ির কাছেই। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে এবার কেদারনাথের আদলে তৈরি হল কেদারনাথ মন্দির। আর ইচ্ছে করলেই এই মন্দির ঘুরে যেতে পারেন যে কোনও দিন। উল্লেখ্য, কেদারনাথ মন্দির হল ভগবান শিবের পবিত্র ধাম। উত্তরাখণ্ড চারধাম যাত্রা অর্থাৎ বৈদ্যনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী অন্যতম অবিচ্ছেদ্য অংশ। ভারতের বিখ্যাত তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হল কেদারনাথ। উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাড়ি হিমবাহের কাছে, মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫৮৩ মিটার উপরে অবস্থিত দেশের বিখ্যাত ও হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দির, কেদারনাথ মন্দির। ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি অন্যতম। যার উল্লেখ মহাভারতেও রয়েছে। প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী কেদারনাথ দর্শনে যান। তবে ইচ্ছে থাকলেও নানা কারণে হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথে অনেকেই যেতে পারেন না।

পাশাপাশি হিমালয়ের বুকে এই মন্দির কয়েক মাসের জন্য বন্ধও থাকে। সেই জন্য অনেক ভক্তরা চাইলেও কেদারনাথ মন্দিরের দর্শন পান না। তাঁরা এবার সীমান্ত শহর বসিরহাটে গড়ে ওঠা এই এক টুকরো কেদারনাথ কিছুটা হলেও আপনার স্বাদ পূরণ করবে।
একই আদল, একই অবয়ব, বাইরে থেকে এক ঝলক দেখলে মনে হবে আপনি কেদারনাথ মন্দিরে এসেছেন। বসিরহাট শহরের ১৫ নং ওয়ার্ডে এই মন্দির স্থাপিত হয়েছে। জানা যায়, কয়েক বছর আগে এলাকার কয়েকজন যুবক হিমালয়ের বুকে উত্তরাখন্ডে কেদারনাথে গিয়ে এই মন্দির তৈরির মনবাসনা  করেন। এরপর বাড়ি ফিরেই মনবাসনা পূরণে এই মন্দির তৈরি শুরু করেন উদ্যোক্তারা। এই মন্দির দেখতে হিমালয়ের বুকে গড়ে ওঠা কেদারনাথের মত হলেও আকারে অত বড় নয়। তবে কেদারনাথ দর্শনের অনুভুতি মিলবে, তা বলার অপেক্ষা রাখে না।
স্থানীয়দের যৌথ সহায়তায় নিত্য পুজো থেকে শুরু করে ভোগ, সবই হয় এখানে। সব মিলিয়ে বসিরহাটে গড়ে ওঠা এই কেদারনাথ মন্দির ঘিরেও ভক্তদের সমাগম ক্রমশ বাড়ছে।

 

ট্রেন্ডিং খবর