রাজ্যজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু
EKHON BHARAT :- পুজোর মুখে রাজ্যজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। শহর কলকাতা থেকে শুরু করে জেলায়-জেলায় বেড়ে চলেছে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন ব্যর্থ বলেই অভিযোগ বিরোধীদের। তারই প্রতিবাদে আজ শুক্রবার স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। সেই মত স্বাস্থ্যভবন চত্ত্বরে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয় স্বাস্থ্যভবন চত্ত্বর। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেঁধে যায়। ডেঙ্গুর বাড়বাড়ন্তের প্রতিবাদে স্বাস্থ্যভবনে স্মারকলিপি জমার কথা ছিল বিজেপি মহিলা মোর্চার। সেই মতো মিছিল করেন দলীয় কর্মী-সমর্থকরা। তবে স্বাস্থ্যভবনের বেশ কিছুটা আগেই ব্যারিকেড করে পুলিশ।
বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা সেই ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এরপরে বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিক্ষোভকারীরা ‘জয় শ্রী রাম’ এবং অন্যান্য স্লোগান দিতে থাকেন। পুলিশের সঙ্গে বিজেপি মহিলা মোর্চার সমর্থকদের রীতিমত ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ। শেষ পর্যন্ত স্বাস্থ্যভবনে ঢুকতে পারেননি তারা। বিক্ষোভকারীরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।
আরও খবর- হৃদয় ছুঁয়ে যাওয়া এক মুহূর্ত…! ‘তোমাকে বড্ড মিস করছি মা’, আবেগঘন ভিডিও চোখে জল আনার মতো
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিজেপি মহিলা মোর্চার স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
উল্লেখ্য, মশাবাহিত রোগ রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। দুর্গা পুজোর আগে কলকাতা ও বিভিন্ন জেলায় ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু। পঞ্চায়েতের এলাকার পরিস্থিতি আশঙ্কার। সাত জেলাকে ডেঙ্গু হটস্পট চিহ্নিত করা হয়েছে। এই জেলাগুলির মধ্যে ছটি হলো দক্ষিণবঙ্গের- নদিয়া, উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, হাওড়া। উত্তরবঙ্গের ডেঙ্গু আক্রান্ত জেলা হল মালদা। পরিস্থিতি মোকাবিলা করতে পুরসভার কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে দফায় দফায় নবান্নে বৈঠক হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে একাধিক জায়গা পরিদর্শন করেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তবে তা সত্ত্বেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যার তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। বাড়ছে প্রাণহানির সংখ্যাও