এখন ভারত : হাঁটু অবধি কাঁদা জল, তারমধ্যেই একদল লোক নেমেছেন মাছ ধরতে বা বডি ম্যাসাজ করতে নয়, তবে যে কারণে নেমেছেন তা শুনলে কার্যত অবাক হতে হবে। সবাই টাকা কুড়োতে ব্যস্ত। প্রথমে কিছু লোক দাঁড়িয়ে দেখছিলেন পরে খালের পাঁক ভরা জলে ভেসে আসছে মোটা টাকার বান্ডিল ভেসে আসার খবর জানতেই হুড়মুড়িয়ে সেই কাদা জলে নেমে পড়লেন পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। টাকা বলে কথা ! তাই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াবে, তেমনটাই তো স্বাভাবিক! আর ঠিক হলও তাই। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারের সাসারাম শহরে। জানা গিয়েছে, পটনা থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত সাসারামে শনিবার এই ঘটনাটি ঘটে। সেখানে একটি খালের নোংরা জলে টাকার নোটের বান্ডিল ভেসে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ১০ টাকা থেকে ১০০ টাকা, বিভিন্ন নোটের বান্ডিল ভাসতে দেখা যায়। খবর জানাজানি হতেই সাধারণ মানুষজন ভিড় জমায়। নোটগুলি আসল না নকল তা বিচার না করেই কুড়ানোর জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কাদাজলে নেমে সেই টাকা কুড়োতে শুরু করেন। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে টাকা কুড়ানোর ভিডিও। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, সকাল ৮টা নাগাদ ওই খালে টাকার বান্ডিল ভাসতে দেখা যায়। খবর পেয়ে নোটের বান্ডিল দেখতে ভিড় জমান অনেকেই। অনেকের দাবি, ওই নোটগুলি নকল ছিল। অন্যদিকে, অনেকে আবার দাবি করেছেন কাদায় আসল টাকাই ভাসছিল। তবে নোটগুলি আসল না নকল, তা জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, কাদার মধ্যে নেমেই সবাই টাকা কুড়োচ্ছেন। কে কত তাড়াতাড়ি বেশি টাকা কুড়োবেন, তা নিয়ে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। শেষে পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে উপস্থিত জনতাকে হঠায় পুলিশ। কোথা থেকে বিভিন্ন নোটের কাড়ি কাড়ি বান্ডিল এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
খালের জলে ভাসছে বান্ডিল বান্ডিল নোট, কুড়োতে হুড়োহুড়ি জনতার, দেখুন ভিডিও
- Ekhon Bharat
- May 9, 2023
- 5:11 pm
Follw Us Now
- Ekhon Bharat
- May 9, 2023
- 5:11 pm
- No Comments
ট্রেন্ডিং খবর
মুম্বইগামী বিমানে অন্য অভিজ্ঞতার সাক্ষী টলি অভিনেত্রী শ্রীলেখা
October 29, 2023
কল ফরোয়ার্ডিং’ নতুন স্ক্যাম নিয়ে জোর চর্চা , সাবধান হন এখনই
October 29, 2023
ভাইরাল খবর