বরের ডিজাইন করা ‘এলইডি লেহেঙ্গা’ পরে গ্র্যান্ড এন্ট্রি কনের! নেট দুনিয়ায় ‘ভাইরাল’ ভিডিও!

Follw Us Now

বরের ডিজাইন করা ‘এলইডি লেহেঙ্গা’ পরে গ্র্যান্ড এন্ট্রি কনের! নেট দুনিয়ায় ‘ভাইরাল’ ভিডিও!

Ekhon Bharat Desk: চারিদিক আলোর রোশনাইয়ে ঝলমল করছে। বিয়ের আগে মেহেন্দি অনুষ্ঠানে গমগম করছে পরিবার-পরিজন সহ অতিথিদের উপস্থিতিতে। তারই মাঝে লেহেঙ্গা পরে বরের সঙ্গে মণ্ডপের দিকে হেঁটে আসছেন কনে। এটাই বিয়ের সাধারণ ছবি। কিন্তু এর মধ্যেও ঘটেছে এক অভিনব কান্ড। ভাবছেন নিশ্চয়ই বর কনের হেঁটে আসার মধ্যে আবার কোন অভিনব কান্ড রয়েছে ? আসলে কনের লেহেঙ্গাতেই রয়েছে যাবতীয় কেরামতি। হ্যাঁ কেরামতিই বটে ! কারণ লেহেঙ্গার মধ্যেই রয়েছে এলইডি লাইট। এমনই এক অভিনব লেহেঙ্গা পরেই চমক দেন এক কনে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই দৃশ্য।

হাওড়া স্টেশন লাগোয়া খাবারের দোকান, হোটেল থেকে বাড়ছে দূষণ, দ্রুত রিপোর্ট তলব

বাজেট যাই হোক না কেন, বিয়ে স্মরণীয় করে রাখতে কে না চায়! ধনী–দরিদ্র নির্বিশেষে প্রত্যেকেই সাধ্য মতো বিয়ের জন্য নেন প্রস্তুতি। বিয়ে উপলক্ষে বর-কনে আকর্ষণীয় সাজের পাশাপাশি গোটা অনুষ্ঠানেও অনেকে নজর কাড়া আয়োজন করেন। কিছু না কিছু নতুনত্ব আনার চেষ্টা করেন। তাই বলে এলইডি লাইটের লেহেঙ্গা পরতে আগে দেখেছেন কাউকে? নাকি শুনেছেন ? শুনতে অদ্ভূত লাগলেও এমনই এক বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে তাজ্জব হয়েছেন নেটিজেনরা।

বিয়ের দু-একদিন আগে ছিল মেহেন্দি অনুষ্ঠানে এলইডি লেহেঙ্গা পরে চমকে দিয়েছেন পাক তরুণী রেহাব ড্যানিয়েল। এমন অভিনব লেহেঙ্গা বানানোর নেপথ্যে অবশ্য ছিলেন তরুণীর হবু বর। জানা যায়, পেশায় ইঞ্জিনিয়ার সেই যুবকই তাঁর বাগদত্তাকে উজ্জ্বলভাবে সাজাতে চেয়েছিলেন। তাই সেই পরিকল্পনা বাস্তবে ফুটিয়ে তুলেছেন এলইডি লেহেঙ্গায়।

জি ২০ শীর্ষ সম্মেলন ঘিরে সরগরম রাজধানী দিল্লি

এমন পোশাক পরে আনন্দে আপ্লুত মেহেন্দির ভিডিয়োর সঙ্গেই তরুণী লিখেছেন, ‘আমার লেহেঙ্গার পরিকল্পনা করেছেন স্বামী। বিশেষ দিনে আমাকে উজ্জ্বল এবং আলোকিত দেখতে চেয়েছিলেন তিনি। আমাকে বলা হয়েছিল এমন পোশাক পরলে লোকে মজা করবে। আমি গর্বের সঙ্গে পরেছি। কারণ আমি জানি কোনও পুরুষই তাঁর স্ত্রীর জন্য এমন চেষ্টা করবেন না।’

ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল থেকে ভিডিয়োটি পোস্ট করেন রেহাব। যা পুসকরা মাত্রই ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা গিয়েছে, বর ও কনে মেহেন্দির অনুষ্ঠানের মণ্ডপের দিকে হেঁটে আসছেন। তাঁদের ঘিরে অতিথিদের ভিড়। আর সকলের নজরই ছিল কনের লেহেঙ্গায়। কারণ তাতে জ্বলছিল রঙিন এলইডি লাইট। ওই লেহেঙ্গা পরেই হাসি মুখে গোটা অনুষ্ঠান বাড়ি ঘোরাফেরা করেন তরুণী। সর্বক্ষণ সকলের নজর ছিল কনের লেহেঙ্গায়।

মর্গে মৃতের পকেট থেকে টাকা ফিরিয়ে সততার নজির কালনা হাসপাতালের ডোমের

এদিকে অনবদ্য লেহেঙ্গার ডিজাইনের প্রশংসার সঙ্গেই মজাদার মন্তব্যও করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কেউ লিখেছেন, ‘স্বামীর কারেন্ট লাগতে পারে।’ আবার কনের প্রতি ভালোবাসায় এমন লেহেঙ্গা তৈরির প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। অনেকে আবার এও লিখেছেন, সামনেই আমার বিয়ে, আমার হবু বর যদি এমন কিছু তাক লাগানো কান্ড ঘটায়, তাহলে মন্দ হয় না!

 

Related News: গঙ্গা নদী ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের কাছে পবিত্র বলে বিবেচিত। গঙ্গা যে কেবল সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্যের জন্য গুরুত্বপূর্ণ তা নয়। এই দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি গঙ্গার উপর নির্ভরশীল হয়ে জীবন যাপন করেন। তাই এই নদীকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা যায় তবে বিপুলসংখ্যক মানুষ সরাসরি উপকৃত হবেন। কিন্তু দুঃখের বিষয় দেশের একাংশ মানুষ এই বিষয়ে চরম উদাসীন। বেশ কিছু জায়গার মতো এর জ্বলন্ত প্রমাণ হাওড়া স্টেশন লাগোয়া এলাকা। 

ট্রেন্ডিং খবর