কালো মেঘে ঢাকবে আকাশ! একটু পরেই ফের আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! ভাসবে এই জেলাগুলি

Follw Us Now

কালো মেঘে ঢাকবে আকাশ! একটু পরেই ফের আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! ভাসবে এই জেলাগুলি

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

EKHON BHARAT :– নিম্নচাপের জেরে লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলে ছিল রাজ্যবাসীর। গত কয়েকদিনে তেমন বৃষ্টি দেখেনি কলকাতা ও তার পার্শ্বর্বতী এলাকাগুলি। রাজ্যের বেশির ভাগ জেলাতেই ঝলমলে আকাশ ছিল। আজ সকাল থেকেও আকাশ মোটামুটি পরিষ্কার। মুহূর্তেই আবহাওয়ার ভোলবদল। আবহাওয়া অফিস সূত্রে খবর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় যেমন হালকা বৃষ্টি হতে পারে তেমনই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় কি তেড়ে বৃষ্টি হতে পারে? আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট জেনে নিন।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। উত্তর-দক্ষিণের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে উত্তর ২৪ পরগণা জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। আজ, সোমবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানে হাজির হচ্ছে না বৃষ্টি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়তে পারে দক্ষিণবঙ্গে।

এদিকে সপ্তাহের শুরুতে সোমবার উত্তরবঙ্গে শক্তি নিয়ে দাপিয়ে পড়তে চলেছে বৃষ্টি। কালিম্পঙের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর এবং মালদায়। আগামীকালও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে।

আরও খবর- হোটেলে রান্না, ইউটিউব ভিডিও সব অতীত, এফার কি সিনেমায় নামছেন নন্দিনী?

কালো মেঘে ঢাকবে আকাশ! একটু পরেই ফের আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! ভাসবে এই জেলাগুলি

শহর কলকাতায় আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। তবে দিনভর কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও আজ হালকা বৃষ্টি হতে পারে। সুতরাং মহানগরীতে আজ পুজোর শপিংয়ের প্ল্যান থাকলে কোনও চিন্তা নেই। মনোরম আবহাওয়ায় জমিয়ে বাজার করুন পুজোর।

ট্রেন্ডিং খবর