ব্যস্ততম হাওড়া স্টেশনে বড় বিপদ!
EKHON BHARAT :- বর্তমানে ডেঙ্গি ভয় জাঁকিয়ে বসেছে গোটা রাজ্যে। কলকাতা থেকে জেলা, সব জায়গা থেকে রোজই আসছে ডেঙ্গি সংক্রমণের খবর। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আসছে মৃত্যুর খবর। পুজোর মুখে ডেঙ্গি দমনে তৎপর প্রশাসন। এরইমধ্যে সামনে এলো হাওড়া স্টেশনের এক চাঞ্চল্যকর ছবি। যা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে রেলকে জানতে চান কি সেই ছবি ?
দেশের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে হাওড়া। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন এই হাওড়া স্টেশন দিয়ে। অথচ সেই স্টেশন চত্বরেই মিলেছে ডেঙ্গির লার্ভা। তাও আবার আবার দু এক জায়গায় নয়, ২৫ জায়গায় জমা জলে এডিস মশার সন্ধান পেল হাওড়া পুরসভা। বলা ভালো যেন ডেঙ্গুর আঁতুড়ঘর হয়ে উঠেছে হাওড়া স্টেশন চত্বর। চিন্তায় ঘুম উড়েছে প্রশাসনের। পুরসভার তরফে উদ্বেগের কথা জানানো হয়েছে রেল কর্তৃপক্ষকে। যদিও পূর্ব রেলের ডিআরএমের দাবি হাওড়া স্টেশন চত্বর নিয়মিত সাফাই করা হয়। প্রয়োজনের আরও বেশি সাফাই করা হবে।
পুজোর আগে ভয় ধরাচ্ছে ডেঙ্গি। যতদিন যাচ্ছে, উদ্বেগ বাড়ছে আরও। রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মশাবাহিত রোগের মোকাবিলায় তাই বিভিন্ন জায়গায় স্পেশ্যাল ড্রাইভ চালাচ্ছে হাওড়া পুরসভা। শুক্রবার হাওড়া স্টেশন চত্বরে যান পুরসভার স্বাস্থ্য কর্মীরা। সেখানে গিয়ে অবাক হয়ে যান পুরকর্মীরা। তাঁরা দেখেন বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে।পুরসভার কর্মীরা হাওড়া স্টেশন চত্বরে মশা মারা তরল স্প্রে করেন। স্বাস্থ্য কর্মীরা জানান, হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স ও নিউ কমপ্লেক্স সংলগ্ন রেলের গোডাউন, পার্কিং জোন এবং তার আশপাশে প্রচুর আবর্জনা জমে রয়েছে।
সেখানে চারিদিকে পড়ে রয়েছে নানা আবর্জনা। ছোট ছোট গর্তের জমা জলে ডেঙ্গু মশার লার্ভা কিলবিল করছে। এমনটাই খুঁজে পান হাওড়া পুরসভার কর্মীরা। এই খবর হাওড়া পুরসভায় আসা মাত্র প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী স্বাস্থ্য বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠান। তিনি জানিয়েছেন, হাওড়া স্টেশন এলাকায় যে মশার লার্ভা পাওয়া গেছে তা ডেঙ্গি মশার। এতে যথেষ্ট ভয়ের কারণ রয়েছে। পুরসভার পক্ষ থেকে স্টেশনের সর্বত্র মশা মারার তেল স্প্রে করা হয়েছে। রেল কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে।
আরও খবর- গুঁড়িয়ে গিয়েছে চুংথাং,পর্যটকদের ‘স্বপ্নের শহর’ পরিণত হয়েছে যেন ‘মৃত্যুপুরী’তে!
ব্যস্ততম হাওড়া স্টেশনে বড় বিপদ! পরিস্থিতি দেখে চোখ কপালে পুরসভার আধিকারিকদের
অন্যদিকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানান, ‘রেলের সাফাই কর্মীরা নিয়মিত সাফাইয়ের কাজ করেন। কিন্তু ডেঙ্গি মশা খুঁজে পাওয়ার ব্যাপারে তার কিছু জানা নেই। তবে তেমনটা হলে প্রয়োজনে রেল কর্মীরা আরও বেশি করে সাফাই করবেন। এমনটাই আশা দিয়েছেন তিনি হাওড়া স্টেশনে আসা যাত্রীদের একাংশের মতে, রেল কর্তৃপক্ষের আরও বেশি করে সচেতন হওয়া উচিত। নিয়মতি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত।