Bharat ভারত চাল রপ্তানি নিষিদ্ধ করায় বিশ্বব্যাপী চালের দাম ১৫ বছরে সর্বোচ্চ : দাবি রিপোর্টে

Follw Us Now

Bharat ভারত চাল রপ্তানি নিষিদ্ধ করায় বিশ্বব্যাপী চালের দাম ১৫ বছরে সর্বোচ্চ : দাবি রিপোর্টে

EKHON BHARAT :- Bharat বিশ্বে অন্যতম খাদ্য ফসল হল চাল। কারণ বিশ্বের অধিকাংশ মানুষই খাদ্যের জন্য মূলত চালের উপরে নির্ভরশীল। অথচ সম্প্রতি গত ১৫ বছরে চালের দাম শীর্ষে পৌঁছেছে। সম্প্রতি খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্টে তেমনটাই জানা যাচ্ছে। অগাস্ট মাসে ভারত সাদা চাল রফতানি বন্ধ করেছিল। যার ফলে সারা পৃথিবীতে চালের দামে ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছে। অগাস্টে বিশ্বব্যাপী খাদ্যের দাম কমলেও চালের দাম গত মাসের তুলনায় ৯.৮ শতাংশ বেড়েছে। ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন, তার মাসিক রিপোর্টে বলেছে যে “এটি ভারতের ইন্ডিকা সাদা চাল রফতানির উপর নিষেধাজ্ঞার পরে বাণিজ্য বাধা প্রতিফলিত করে।”

এই বিষয়ে সংস্থাটি তার মাসিক প্রতিবেদনে জানিয়েছে, ভারত সবরকম সাদা চালের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করায় চালের দাম বাড়ার অন্যতম একটি কারণ। রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে, ‘নিষেধাজ্ঞার সময়কাল সম্পর্কে অনিশ্চয়তা এবং রপ্তানি বিধিনিষেধ নিয়ে উদ্বেগের কারণে সরবরাহ-শৃঙ্খলের চালকরা স্টক ধরে রাখতে পারে। চুক্তিতে পুনঃআলোচনা করতে পারে বা দামের অফারগুলি বন্ধ করতে পারে। যার ফলে বেশিরভাগ বাণিজ্য ছোট ভলিউমে সীমাবদ্ধ ছিল।

বৈশ্বিক খাদ্য খাতে চালের গুরুত্ব যথেষ্ট বেশি। কিন্তু সাম্প্রতিক সময়ে চালের দাম ক্রমাগত বেড়েই চলেছে। করোনা মহামারি শুরু হলে চালের দাম অনেকটা বেড়ে যায়। এরপর রাশিয়া ইউক্রেন আক্রমন করলে চাল ও গম উভয় গুরুত্বপূর্ণ শষ্যের দাম চড়চড়িয়ে বাড়তে থাকে। তারপর এল নিনোর প্রভাবে আবহাওয়ার সমস্যায় আরও বেড়ে যায় চালের দাম। এদিকে ভারত জুলাই মাসে বাসমতি ছাড়া সমস্ত সাদা চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যা রপ্তানির প্রায় এক চতুর্থাংশ।

Bharat ভারত চাল রপ্তানি নিষিদ্ধ করায় বিশ্বব্যাপী চালের দাম ১৫ বছরে সর্বোচ্চ : দাবি রিপোর্টে

Earth quake Morocco চারিদিকে লাশের স্তূপ, মৃত ১ হাজারেরও বেশি! মরক্কো ভূমিকম্পের ভাইরাল ভিডিওতে গোটা বিশ্ব শোকাহত

More News – ইন্ডিয়া নয় ভারত হবেই, পছন্দ না হলে দেশ ছাড়তে পারে’, হুঙ্কার দিলীপের

‘ইন্ডিয়া নয়, দেশের নাম রাখা হবে ভারত। ইন্ডিয়া-ভারত বিতর্কে আরও ঘি ঢেলে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই দাবি জানিয়েছেন। তাঁর হুঙ্কার, “ইন্ডিয়া নয়, দেশের নাম রাখা হবে ভারত। যাঁর বা যাঁদের পছন্দ হবে না, তাঁরা দেশের বাইরে চলে যেতে পারেন। Continue Reading

ট্রেন্ডিং খবর