অমিত শাহের জনসভা বাতিল বঙ্গ বিজেপির, রবীন্দ্রজয়ন্তীতে কী সিদ্ধান্ত শাহের?

Follw Us Now

এখন ভারত : তাঁর দু’‌দিনের সফরে বাংলায় আসার কথা ছিল তাঁর। মুর্শিদাবাদেও একটি জনসভা করবেন বলে ঠিক ছিল। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদল। জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে দিয়ে রবীন্দ্রজয়ন্তীতে জনসভা করাবে না বঙ্গ–বিজেপির নেতারা। বিজেপি নেতৃত্বের মতে, বাঙালির হৃদয়ে জায়গা করতে হলে রবীন্দ্রজয়ন্তীতে রাজনৈতিক কর্মসূচি না করাই ভাল। ওইদিন রাজনৈতিক কর্মসূচি বা জনসভা করলে তা পন্ড হওয়ার সম্ভাবনাই প্রবল। তাই সভা বাতিলের এই সিদ্ধান্ত বলে দলীয় সূত্রের খবর। তবে তিনি কলকাতায় এসে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিয়ে মেতে উঠবেন বলে জানা গিয়েছে।

বিজেপির নেতাদের একাংশ মনে করেন, রবীন্দ্রজয়ন্তীতে বাংলার মানুষ হিন্দিভাষী কোনও নেতার বক্তব্য শুনতে যাবে না। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুর্শিদাবাদে জনসভা করলে সেটা ফ্লপ শোয়ে পরিণত হবে। তাই পূর্বের সূচি দু’‌দিনের পরিবর্তে একদিন করা হয়েছে। যদিও এই কর্মসূচি পরিবর্তনের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিজেপি। তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর।

ট্রেন্ডিং খবর