মশার উৎপাতে ডেঙ্গি আতঙ্ক
EKHON BHARAT :- মশার উৎপাতে শান্তি মতন কাজ করার উপায় নেই। আর এরই মধ্যে শহরে ঘুরে বেড়াচ্ছে মস্ত মশা। যদি এ মশা কাউকে কামড়াবে বা ক্ষতি করবে না ! উল্টে মানুষের সঙ্গে কথাও বলছে। এমনই এক ছবি দেখা গেল মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রাস্তায়। হ্যাঁ ঠিকই ধরেছেন আসলে ইনি একজন মানুষ। যিনি মশা সেজেছেন তিনি এলাকার বাসিন্দা তৃণাঙ্কুর পাল। জেলার মানুষকে ডেঙ্গির বিষয়ে সচেতন করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন। কৃষক হলেও সমাজকর্মী হিসাবেই পরিচয় দিতে বেশি ভালবাসেন। নানা বিষয়ে সমাজে উদ্বেগ তৈরি হলে তা নিয়ে সর্বত্রই সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করেন জনমানসে। এবার ডেঙ্গি নিয়ে বার্তা দিতেই জেলার নানা প্রান্তে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
জানা গিয়েছে, চন্দ্রকোনার পাশাপাশি গিয়েছেন ঘাটাল, মেদিনীপুর, খড়্গপুর শহরেও। শীঘ্রই ডেঙ্গি সচেতনতার বার্তা দিতে যাবেন আরামবাগেও। তাঁর সাইকেলের পিছনে বাঁধা বেশ কিছু পোস্টার। মশাবাহিত রোগের হাত থেকে কীভাবে বাঁচবেন, জ্বর এলে কী করতে হবে সে সবই লেখা সেখানে। তাঁর অদ্ভুত সাজ দেখতে ভিড় জমান বিভিন্ন বয়সের মানুষ। সেই সময় তাকে ঘিরে জমায়েত হওয়া সাধারণ মানুষকে সচেতনও করছেন তিনি। বলছেন, “সচেতন তো করতেই হবে। এই পরিস্থিতিতে সচেতনতাই বাঁচার একমাত্র উপায়। তাই এই সাজে ঘুরছি নানা প্রান্তে।”
আরও পড়ুন – নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর! দুলকি চালে চলত তিন কামরার এই ন্যারোগেজ ট্রেন! এখন কোথায়? জানুন
রাস্তায় হেঁটে-চলে ঘুরে বেড়াচ্ছে মনুষ্যাকৃতি ডেঙ্গি মশা, ভিড় জমাচ্ছেন জনতা
প্রসঙ্গত উল্লেখ্য, গোটা রাজ্যে ফের দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গি। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ক্রমশ তালিকা দীর্ঘ হচ্ছে ডেঙ্গি আক্রান্তে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর জেলায় এখনও পর্যন্ত ডেঙ্গির কবলে পড়েছেন ১ হাজারের বেশি মানুষ। সরকারি তথ্য অনুযায়ী, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের।
এই পরিস্থিতিতে ডেঙ্গির মশা সেজে এমন অভিনব প্রচারকে সাধুবাদ জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। তিনি জানান, আকর্ষণীয় হলেও এই প্রচারের মাধ্যমে যদি সাধারণ মানুষ সচেতন হয় তাহলে উপকার হবে। সরকার সর্বতোভাবে চেষ্টা করছে সাধারণ মানুষকে বেশি করে সচেতন করার, আর সেই কাজে সাধারণ মানুষ যদি এগিয়ে আসে এর থেকে ভাল কিছু হতে পারে না।
তবে ডেঙ্গি মোকাবিলা শুধু প্রশাসন নয়, সচেতন হতে হবে গোটা রাজ্যবাসীকে। তবেই পালাবে ডেঙ্গি।