মা উড়ালপুলে ভয়ংকর দুর্ঘটনা
EKHON BHARAT :- মা উড়ালপুলে ফের ভয়ংকর দুর্ঘটনা। শুক্রবার মধ্যরাতে দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও চারজন। দুর্ঘটনা এতটাই জোরালো ছিল যে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি। যার ফলে ভিতর থেকে ওই যাত্রীদের বের করতে বেশ সমস্যায় পড়ে পুলিশ। শেষে গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে তাঁদের বের করে আনা হয়। তবে এখনও পর্যন্ত মৃতের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চারচাকা নীল রঙের গাড়িটি শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় চালক-সহ মোট পাঁচজন ছিলেন গাড়িতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে রাস্তা ফাঁকা ছিল। তাই ঝড়ের বেগে গাড়িটি চালাচ্ছিলেন চালক। গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশ অনেকটাই বেশি থাকায় নিয়ন্ত্রণ হারায় চালক। যার জেরে ঘটে যায় ভয়ংকর এই দুর্ঘটনা। সায়েন্স সিটির কাছে গাড়িটি বাঁ দিকে ঘোরানোর সময়ই সময় বিপদের সম্মুখীন হয় গাড়িটি। চালক নিয়ন্ত্রণ হারানোয় ল্যাম্পপোস্টের ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে পাশের লেনে ছিটকে পড়ে গাড়িটি।
কয়েকবার পাল্টি খায় ওই চারচাকাটি। একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়ি। চালকের দেহ দলা পাকিয়ে স্টিয়ারিং ও সিটের মাঝে ঢুকে গিয়েছিল। দুর্ঘটনা দেখা মাত্রই উদ্ধার কাজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি খবর যায় পুলিশে। তবে স্থানীয়রা গাড়িটিকে সোজা করতে পারলেও সেটি এমনভাবে দুমড়ে গিয়েছিল যে, ভিতর থেকে কাউকে বের করা সম্ভব ছিল না। শেষে পুলিশ এসে গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে দেহগুলি বের করে আনে। বাকি চারজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
আরও খবর- পেরুর এই নদীর জল রক্তের মতো লাল, কারণ জানলে শিউরে উঠবেন
মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা! পাল্টি খেয়ে দুমড়ে গেল চারচাকা, চালকের দলা পাকানো দেহ উদ্ধার
খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএমজি এবং সিইএসসি-র আধিকারিকরা। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে শুক্রবার মাঝরাতে প্রায় দু’ঘণ্টা ধরে মা উড়ালপুলে যান চলাচল ব্যাহত হয়েছিল। পরে রাত তিনটে নাগাদ ফের স্বাভাবিক হয় যান চলাচল। আহত ও নিহতের পরিবারের খোঁজ শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। কী এ কারণে এত দ্রুত গাড়ি চালিয়েছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, মাঝেমধ্যে সংবাদ শিরোনামে মা উড়ালপুলের ভয়ংকর দুর্ঘটনার ছবি উঠে আসে। ফের ঘটে গেল আরও একটি দুর্ঘটনা।