কয়েক বস্তা খুচরো টাকা নিয়ে আইফোন ১৫ কিনতে গেলেন এক ‘ভিখারি’, কী হল তার পর?

Follw Us Now

কয়েক বস্তা খুচরো টাকা নিয়ে আইফোন ১৫ কিনতে গেলেন এক ‘ভিখারি’, কী হল তার পর?

আইফোন ১৫

পরনে ছেঁড়া জামা-কাপড়। সারা শরীরে ধুলোবালি। এলোমেলো চুল। এমন অবস্থায় কাউকে দেখলে ভেবে নেওয়াই স্বাভাবিক যে, এ নিশ্চয়ই কোনও ভিখারি। কিন্তু সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, ঠিক এই অবস্থাতেই ঝাঁ চকচকে মোবাইলের দোকানে ঢুকছেন এক ব্যক্তি। তারপর তিনি যা কীরলেন তা এক প্রকার অবিশ্বাস্য!

সাধারণত বাইরের আবরণ দেখেই আমরা বিচার করি কোনও ব্যক্তি ধনী নাকি দরিদ্র ! এ যেন কিছু অলিখিত নিয়ম প্রচলিত হয়েছে সমাজে। অপরিস্কার কারও পাশে দাঁড়াতেও অস্বস্তি বোধ করেন অনেকেই। এমনকি এই অবস্থায় কেউ, কোনও বড় দোকান বা রেস্তোরাঁয় ঢুকবেন এটাও অনেকের কাছেই অবাক করা বিষয়। কারণ আমাদের অনেকেই মনে মনে বলে থাকি সামর্থ্য নেই অথচ এই দোকানে কী কিনতে এসেছে ? পাগল নয় তো ? নাকি চুরির উদ্দেশ্যে?

কয়েক বস্তা খুচরো টাকা নিয়ে আইফোন ১৫ কিনতে গেলেন এক ‘ভিখারি’, কী হল তার পর?

তবে সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে ধরা পড়েছে এর ঠিক উলটো ছবি। সেখানে একেবারেই অপরিষ্কার জামা-কাপড় পরে এক ব্যক্তিকে ঝাঁ চকচকে দোকানে ঢুকতে দেখা গিয়েছে। শুনে এখনই অবাক হওয়ার মতো ঘটনা ঘটেনি। দোকানে ঢুকে তিনি যা করেছেন তা দেখেই বিস্মিত নেটদুনিয়া। ভিডিওর শুরুতেই দেখা যায়, ওই ব্যক্তি কাঁধে একটা বস্তা নিয়ে ব্যস্ত শহরের রাস্তায় ঘুরছেন। যদিও রাস্তাঘাটে এমন ভিখারি হামেশাই দেখা যায়। তার ওপর এই ব্যক্তির গায়ে মুখে যেভাবে কালি-ঝুল লেগে রয়েছে তার জন্য তাঁর প্রতি আলাদা ভাবে নজর দিচ্ছেন না কেউই। কিন্তু হঠাৎ দেখা যায়, ওই ব্যক্তি কোনও এক ঝাঁ চকচকে মোবাইলে দোকানে ঢোকার চেষ্টা করছেন।

আবার বেরিয়েও আসছেন। এই অবস্থায় কাউকে দেখলে বেশিরভাগ দোকানদারই তাকে ঢুকতে দেবে না। এটাই স্বাভাবিক। সম্ভবত এই ভিখারির সঙ্গেও ঠিক তেমনটাই হয়েছে। কিন্তু এরপর অবশ্য কোনও এক দোকানের ভিতর ঢোকার অনুমতি পান ওই ব্যক্তি। আর দোকানের ক্যামেরায় সেই দৃশ্যই ধরা পড়ে।

দেখা যায়, দোকানের ভিতরে থাকা অনেকেই তাঁকে দেখে বিরক্ত এবং অবাক হচ্ছেন। কিন্তু সেদিকে তাঁর মোটেই খেয়াল নেই। বরং সোজা হাজির হলেন দোকানের ভিতরে। তারপর সবাইকে অবাক করে দোকানের মেঝেতে উপুর করে দিলেন পীঠের বস্তা। বস্তায় ভেতর থেকে যা বের হলো তাতে চক্ষু চরম গাছ সেই সময় দোকানে উপস্থিত সকলেরই।

বস্তার ভিতর থেকে ঝরে পড়ল কয়েক লক্ষ খুচরো কয়েন। ওই ভিখারির দাবি, এই টাকার বিনিময়ে আইফোনের সবথেকে নতুন মডেলটি কিনতে চান তিনি। অগত্যা দোকানদারও বাকি কর্মীদের নিয়ে সেই খুচরো গুনতে শুরু করলেন। আপনি নিশ্চয়ই ভাবছেন সত্যিকারের কোনও ভিখারি নিজের শখ মেটাতে এমনটা করেছেন? কিন্তু আসলে তা একেবারেই নয়।

ভিডিওটি আসলে নকল। ভিখারির বেশে যিনি আইফোন কিনতে এসেছিলেন, তিনি আসলে পেশায় এক জন ইউটিউবার। জানা যায়, প্রায়শই এই ধরনের পরীক্ষামূলক ঘটনা ঘটান তিনি। তার উদ্দেশ্য, কোনও ভিখারি যদি আইফোন কিনতে যান তাহলে সবাই সেই ঘটনাকে কীভাবে দেখবে তা তুলে ধরা। তাই এই ভিডিওটি বানানো। যা দেখে প্রথমে অনেকেই বুঝতে পারেননি ঘটনাটি সাজানো। অবশ্য ভিডিওর শেষের দিকেই সত্যিটা সামনে আনেন ওই ইউটিউবার। সেখানে দোকানদারের সঙ্গে আইফোন হাতে ছবি তুলতেও দেখা যায় তাঁকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

আরও খবর- আগামী ৪ দিন ঝেঁপে বৃষ্টি ‘এই’ রাজ্যগুলিতে! আইএমডি জারি করল সতর্কতা

কয়েক বস্তা খুচরো টাকা নিয়ে আইফোন ১৫ কিনতে গেলেন এক ‘ভিখারি’, কী হল তার পর?

ওই ইউটিউবারের ভাবনার কদর করেছেন অনেকেই। আসলে অনেকেরই ধারণা আইফোন কেবল উচ্চবিত্তদের ব্যবহারের জন্যই। তা কেনা অনেক মধ্যবিত্তের সাধ্যের বাইরে। আর সেই মোবাইল যদি কোনও ভিখারি কিনতে যায়, তাহলে অবাক হতে হয় বৈকি!

ট্রেন্ডিং খবর