৫ দিনে ৭৫ কিমি রাস্তা তৈরি করে গিনেস বুকে নাম তুলল ভারত

Follw Us Now

 

এখন ভারত :  মহারাষ্ট্রের অমরাবতী থেকে আকোলা পর্যন্ত ৭৫ কিমি দীর্ঘ রাস্তা তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। মঙ্গলবার ৫ দিনেরও কম সময়ে ৫৩ নম্বর জাতীয় সড়কের একটি একক লেনে টানা ৭৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে তারা। রাস্তাটির কাজ ১০৫ ঘণ্টা ৩৩ মিনিটের রেকর্ড সময়ে শেষ করা হয়েছে। 

বুধবার সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি তাঁর টুইটার হ্যান্ডেল থেকে গিনেস রেকর্ডসের তথ্যটি শেয়ার করেছেন। তিনি হাইওয়ের একটি ছবি এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেটও পোস্ট করেছেন। জানা গেছে, বেসরকারি ঠিকাদার রাজপুত ইনফ্রাকন রাস্তাটি নির্মাণ করেছে। শনিবার সকাল ৬টায় অমরাবতী-আকোলা জাতীসড়কের নির্মাণকাজ শুরু হয় ও তা মঙ্গলবার শেষ হয়। 

রিপোর্ট অনুযায়ী, প্রায় ৮০০ কর্মচারী এবং ৭০০ শ্রমিক এই নির্মাণকাজের সঙ্গে জড়িত ছিলেন। এর আগেও রাজপুত ইনফ্রাকন ২৪ ঘণ্টায় সাংলি এবং সাতারার মধ্যে একটি রাস্তা তৈরি করে বিশ্ব রেকর্ড করেছিল। ৫৩ নম্বর জাতীয় সড়কটি ভারতের এক খনিজ সমৃদ্ধ অঞ্চলের মধ্য দিয়ে গিয়েছে। এটি কলকাতা, রায়পুর, নাগপুর, আকোলা, ধুলে ও সুরাতের মতো শহরগুলিকে যোগ করে। এর আগে ২৪২ ঘণ্টায় ২৫ কিমি রাস্তা তৈরি করে কাতার এই বিশ্ব রেকর্ডের অধিকারী ছিল৷

ট্রেন্ডিং খবর