এখন ভারত : শনিবার জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গরিমেল্লার অ্যাপার্টমেন্টের বাথরুম থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। প্রাথমিক অনুমান বলছে, তিনি আত্মঘাতী হয়েছেন। পুলিশ মৃত্যুর তদন্তে নেমেছে। বলিউড তথা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয়তম ফ্যাশন ডিজাইনারদের মধ্যে অন্যতম ছিলেন প্রত্যুষা। হায়দরাবাদের বানজারা হিলসের ফিল্ম নগরে থাকতেন তিনি। এদিন নিজের অ্যাপার্টমেন্টের বাথরুমেই মৃত অবস্থায় পড়ে ছিলেন প্রত্যুষা। তাঁর ঘর থেকে একটি কার্বন মনোক্সাইডের বোতলও পাওয়া যায়।
সূত্রের খবর, এদিন সকাল থেকেই তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। নিরাপত্তারক্ষীরা কয়েকবার ডাকাডাকি করেছিলেন। কিন্তু কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ দরজা না খোলায় নিরাপত্তারক্ষীরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে প্রত্যুষার ঘরে ঢুকে বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক অনুমান, বিষ খেয়েই আত্মঘাতী হয়েছেন তিনি। অ্যাপার্টমেন্টের বাথরুমে কয়লা এবং স্টিম নেওয়ার কিছু যন্ত্রপাতিও পাওয়া গিয়েছে।
প্রত্যুষা মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছিলেন। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছু কাজ করেছিলেন। সফল কেরিয়ার সত্ত্বেও গত কয়েক মাস ধরে তিনি অবসাদে ভুগছিলেন। যদিও তাঁর মানসিক অবসাদের কারণ কী তা জানা যায়নি। প্রত্যুষার মৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ। ফ্যাশন ডিজাইনারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে, এমনটাই খবর পুলিশ সূত্রের।