ফুটপাত থেকে উঠে এসেছি’, অভিনয় জীবন নিয়ে মুখ খুললেন মিঠুন

Follw Us Now

এখন ভারত : জীবনে চরম সংগ্রাম করে আজ রুপোলি জগতের উজ্জ্বল নক্ষত্র এই অভিনেতা। দারিদ্রতার সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন তিনি। জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন ডিস্কো ডান্সার’‌ মিঠুন চক্রবর্তী। তাঁর জীবনের সংঘর্ষের গল্প যে কোনও বলিউডের সিনেমাকে হার মানাবে এ কথা জোর দিয়ে বলা যায়। একাধিক ভাষায় ৩৫০টি সিনেমায় অভিনয় করা সেই বাঙালী অভিনেতার ৭১তম জন্মদিন বৃহস্পতিবার। এদিন মিঠুন চক্রবর্তীর জন্মদিন উপলক্ষ্যে এক পুরোনো সাক্ষাৎকারে উঠে এল অভিনেতার জীবনের কাহিনী। যেখানে তিনি জানিয়েছিলেন যে অভিনেতা হওয়ার লড়াই চলাকালীন তাঁর মাথার ওপর ছাদও ছিল না। তবে কেরিয়ার শুরুর আগেই আত্মহত্যার ভাবনা ঘিরে ধরেছিল তাঁকে।

১৯৭৬ সালে ‘আর্ট হাউস মৃগয়া’ এর হাত ধরে অভিনয় জগতে তাঁর আত্মপ্রকাশ। এই সিনেমায় অসাধারন অভিনয় প্রতিভার জন্য তিনি ন্যশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার সম্মান পান। মৃণাল সেনের এই ছবি সোভিয়েত ইউনিয়ানের হিট হয়েছিল, বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার করা প্রথম ভারতীয় ছবি ছিল ‘মৃগয়া’। একে একে মুঝে ইন্সাফ চাহিয়ে, ঘর এক মন্দির, প্যার ঝুঠা নেহি, স্বর্গ সে সুন্দর এবং প্যায়ার কা মন্দির সিনেমায় অভিনয় করে দর্শকমনে পাকাপাকি জায়গা করে নেন তিনি।

২০১১ সালে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাতকারে মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর কাটিয়েছেন। প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগল থাকে। তাঁর স্ট্রাগল শুরু হয়েছে ফুটপাথ থেকে। মুম্বই শহরে তিনি অনেক রাত কোনও গার্ডেনে খোলা আকাশের নীচে শুতে হয়েছে। এক সময় এক বন্ধু তাঁকে মটুঙ্গা জিমখানায় এক মেম্বারশিপ করিয়ে দিয়েছিলেন, যাতে সেখানকার বাথরুমটা ব্যবহার করতে পারেন। সকালে সেখানে গিয়ে ফ্রেশ হয়ে পথে বেরিয়ে পড়া। কোথায় যাবেন, কী খাবেন? আজ কী হবে! আগে থেকে কিছুই জানতেন না। বেরিয়ে পড়তেন অনিশ্চিত ভবিষ্যতের পথে।

ভারাক্রান্ত গলায় মিঠুন এও জানান, এমন সময় এসেছে যখন মনে হয়েছে হয়ত আত্মহত্যার পথ বেছে নিতে হবে। যদিও সেই ভাবনার পিছনে অনেক কারণ ছিল। কলকাতা ফিরতে পারতেন না নিজের রাজনৈতিক প্রেক্ষাপটের জেরে। এর পাশাপাশি অবশ্য তার মনে এই ভাবনাও জেগেছিল যে, তিনি হারতে শেখেননি। হার কী তিনি জানতেন না। তাছাড়া খেলার মাঠেও তিনি কোনওদিন হারেননি।’

অভিনয় জগতে ঝড় তোলা মিঠুন যে কখনও থেমে থাকতে বা হার মারতে জানেন না, সেটা ফের প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি, অ্যামাজন প্রাইম ভিডিওর ‘বেস্টসেলার’ এবং বক্স অফিসে সাড়া জাগানো ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ দেখা গিয়েছে মিঠুনকে। শীঘ্রই বাংলা ছবিতে ফিরছেন দাদা। দেবের প্রযোজনায় তৈরি ‘প্রজাপতি’তে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মিঠুনকে।

 

ট্রেন্ডিং খবর