ভারত বনধের প্রভাবই নেই বঙ্গে, কড়া সতর্ক নবান্ন

Follw Us Now

এখন ভারত : কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় দেশের ১৩টি রাজ্যে বিক্ষোভের আগুন ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে  আজ অর্থাৎ সোমবার বামদলগুলি-সহ একাধিক গণসংগঠন ২৪ ঘন্টার ভারত বনধের ডাক দিয়েছে। তবে বাংলায় এই বনধের তেমন কোনও প্রভাব পড়েনি। সব এলাকাই অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। দোকান-পাট, বাজার-হাট সবই খোলা। যানবাহন চলছে অন্যান্য দিনের মতোই। এমনকী, বনধের সমর্থনে রাজ্যের কোথাও কোনও বাম সংগঠন বা বামকর্মীদের রাস্তায় নামতেও দেখা যায়নি। ফলে সকাল ৯টা পর্যন্ত কার্যত রাজ্যের কোথাও ট্রেন অবরোধ বা রাস্তা অবরোধের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। অবশ্য এদিনের বনধ ঘিরে আগে থেকেই সতর্ক রয়েছে নবান্ন।

বনধের কারণে রাজ্যের জনজীবন যাতে প্রভাবিত না হয় তার জন্য রবিবার রাতেই নির্দেশিকা জারি করেছে নবান্ন। রাজ্যের কোথাও যাতে আইন-শৃঙ্খলার অবনতি বা অবাঞ্ছিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বনধ সমর্থনকারীরা বলপূর্বক কোথাও কোন ভাবে অশান্তির চেষ্টা করলে তার বিরুদ্ধেও পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি ভুয়ো খবর ছড়িয়ে  হিংসার পরিবেশ তৈরির অভিযোগে অন্তত ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে।

ট্রেন্ডিং খবর