৫ লক্ষ টাকা দাম একটি রাখির? কিন্তু কেন এত দাম?

Follw Us Now

এখন ভারত : রাখির দিন নিজের ভাই বা দাদাকে সেরা রাখি পড়াতে চান অনেকেই। সে কারণে একশ দুশো অথবা এর থেকে একটু বেশি টাকাও খরচ করেন অনেকে। তবে কখনো শুনেছেন একটি রাখির দাম ৫ লক্ষ টাকা?

শুনে হতবাক হয়ে গেলেন তো? তবে স্তম্ভিত করে দেওয়ার মতন বিষয়টি সত্যিই ঘটেছে ভারতে। এই রাখি তৈরির নেপথ্যে রয়েছেন গুজরাটের সুরাটের ব্যবসায়ী দীপক ভাই চোক্সি। গয়নার দোকানের পাশাপাশি তার কাছে রয়েছে রাখির দোকান। আর এবছর নিজের অভিনব চিন্তা ভাবনা থেকেই ৫ লক্ষ টাকা দামের এই বহুমূল্যবান রাখিটি তৈরি করেছেন তিনি। তার দোকানে যেমন ৪০০ টাকা দামের রাখি রয়েছে তেমনি লাখ টাকা দামের রাখিও রয়েছে।

দীপক বাবু জানান রাখিটিকে গয়নার আদলে তৈরি করেছেন তিনি। গ্রাহকদের চাহিদার বিষয়ে চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। রাখি উৎসবের পরেও যাতে গয়না হিসেবে রাখি পরা যায় সে কারণে সোনা রুপো এবং প্ল্যাটিনাম দিয়ে রাখি তৈরি করা হয়েছে বলে জানান তিনি। ৫ লক্ষ টাকা দামের রাখিটি পুরোটাই সোনা দিয়ে তৈরি বলে জানান ব্যবসায়ী দীপক ভাই চোক্সি। ওই রাখিটির মাঝখানে সোনা দিয়ে ওম খোদাই করা আছে বলে জানিয়েছেন তিনি।

 

ট্রেন্ডিং খবর