এখন ভারত : যারা শখ করে অ্যাকোয়ারিয়াম রাখেন তাদের বাড়িতে অ্যাকোরিয়ামে গোল্ডফিশ প্রায়ই দেখতে পাওয়া যায়। কমলা রঙের এই গোল্ডফিশ কে ভালোবাসেন অনেকে। দেখতেও বেশ ভালই লাগে। তবেই গোল্ড ফিশ যদি ৩০ কেজির হয় তাহলে কেমন লাগবে বলুন তো? রীতিমতো আঁতকে উঠবেন আপনিও। এবারে এমনই পেল্লায় সাইজের এক গোল্ড ফিসের হদিশ পাওয়া গেছে। কোথায়? জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে।
ফ্রান্সের শ্যাম্পেনের একটি ফিশারিতে মাছ ধরতে গিয়ে গোটা বিশ্বকে কার্যত চমকে দিলেন এক ব্রিটিশ মৎস্যজীবী। প্রায় ৩০ কিলো ওজনের ওই গোল্ডফিশ টির নাম দ্য গাজর। এই গোল্ডফিশের বয়স প্রায় কুড়ি বছর বলে জানা গিয়েছে।
জেসন কাউলার নামের এক ব্রিটিশ ব্যক্তির দ্বারা পরিচালিত মাছ চাষের জন্য ফ্রান্সের একটি হ্রদে অল্প বয়সে রাখা হয়েছিল এই গোল্ডফিশটি। ওরচেস্টারশায়ারের কিডারমিনস্টারের অ্যান্ডি হ্যাকেট নামের এক ব্যক্তি দ্য গাজর নামের গোল্ডফিশটিকে আনতে প্রায় ২৫ মিনিট সময় ব্যয় করেছেন। ওই গোল্ড ফিশ যে ওই হ্রদেই ছিল তা জানতেন তিনি তবে তিনি যে গোল্ডফিশটি ধরতে পারবেন এমন কখনোই ভাবেননি ওই ব্যক্তি। তবে এই মাছকে ধরার ক্ষেত্রে লাক যে একটা বিগ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে তা স্বীকার করে নিয়েছেন ওই ব্যক্তি। মাছটিকে ধরে তারপর আবার সেটিকে জলে ছেড়ে দেওয়ার আগে মাছের সাথে পোজও দিয়েছেন ওই ব্যক্তি। প্রায় কুড়ি বছর আগে দ্য গাজর নামের ওই গোল্ড ফিশকে অন্যান্য মাছের থেকে কিছুটা আলাদা করে রেখেছিলেন বলে জানান জেসন কাউলার নামের ওই ফিশারম্যান। দ্য গাজর জলে বেড়ে উঠলেও কখনোই জলের বাইরে বেরিয়ে আসেনি বলে জানান তিনি।
এই বিশাল আকৃতির গোল্ডফিশকে কেন্দ্র করে ইতিমধ্যেই নেট মাধ্যমে তুমুল চর্চা শুরু হয়েছে নেটাগরিকরা এত বড় গোল্ডফিশ দেখে হতবাক হয়েছেন।