ভিক্ষাজীবীদের জন্য পিকনিকের আয়োজন কোচবিহারের দম্পতির

Follw Us Now

 

সারা বছর অন্যের কাছে চেয়েচিন্তে জীবন ও জীবিকা নির্বাহ করেন ওঁরা।
শীত এলে অন্যরা যখন পিকনিক করে, আনন্দে মেতে ওঠে তখন ওঁদেরও ইচ্ছে হয়। কিন্তু ইচ্ছে থাকলেই উপায় হয়ে ওঠে না। কারণ ওঁরা যে চালচুলোহীন।
ওঁদের সেই ইচ্ছে পূরণ করতে এগিয়ে এলেন কোচবিহারের জামালদহের বাসিন্দা শঙ্করনাথ মজুমদার ও কবিতা মজুমদার।

পেশায় অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকা কবিতা মজুমদার নিজের বাড়ির উঠোনে আয়োজন করেন পিকনিকের।
কবিতা মজুমদারের কথায়, ওঁদেরও ইচ্ছে হয়। তাই সামান্য আয়োজন করার চেষ্টা করি। রান্নার জিনিসপত্র থেকে বাজার সব তৈরি থাকে।
তাঁর কথাতেই জানা যায়, পিকনিক চলছে প্রায় ৬-৭ বছর ধরে। দলে আছেন ৮ জন। প্রত্যেক বছর ওঁরা আসেন। নিজেরাই রান্না করে নিজেদের মতো আনন্দ করেন। ওঁদের খুশি ভরা হাসি দেখতেও ভালো লাগে।

কী ছিল এবারের মেনুতে?
কবিতা মজুমদার জানান, প্রত্যেক বছর তো আর এক মেনু হয় না। এক এক বছর এক এক রকমের রান্নাবান্না হয়। ওঁরাই আগে এসে দিন ঠিক করে জানিয়ে যায় কী খাবে। সেই মতো বাজার করে রাখা হয়।
এবারের মেনুতে ছিল- সাদা ভাত, ডাল, মাছ ভাজা, আর খাসির মাংস। সেই সঙ্গে ছিল দুই রকমের পিঠে। শীতের স্পেশাল দুধ-পুলি ও পাটিসাপটা।
তবে পিঠে তৈরি করে দেন উদ্যোক্তা কবিতা মজুমদার নিজেই। বয়সের ভারে শরীর ঠিকমতো সঙ্গ না দিলেও এবারও নিজে হাতেই বানিয়েছেন দুই রকমের পিঠে।
কর্মসূত্রে সন্তানরা দূরে থাকেন। বাড়িতে নিঃসঙ্গ দম্পতি সময় কাটাতে চান একটু আনন্দে। বই পড়া, লেখালিখি, ছাত্র পড়ানোর পাশাপাশি ভালোবাসেন সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে। আর ওঁদের হাসিতেই যে নিজের খুশি খুঁজে পান বৃদ্ধ দম্পতি।

ট্রেন্ডিং খবর