গরু পাচার কাণ্ডে এবার নাম জড়াল তৃণমূলের তারকা সাংসদ দেব ওরফে দীপক অধিকারীর। জিজ্ঞাসাবাদের জন্য এবার তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে দেবকে।
সূত্রের খবর, গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হকের বয়ানে উঠেছিল ঘাটালের তারকা সাংসদ ও অভিনেতা দেবের নাম। তারপর আরও বেশ কয়েকজন সাক্ষীও জেরায় তাঁর নাম বলেছেন বলেই খবর সিবিআই সূত্রে।সিবিআই সূত্রে খবর, গরু পাচার কাণ্ডে অভিযুক্ত কয়েকজন সাক্ষীর বয়ানেই নাম উঠে এসেছে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের। আর সেই কারণেই এবার তারকাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। আজ অর্থাৎ বুধবার তাঁকে এক সপ্তাহের সময় দিয়ে নোটিস পাঠিয়েছে সিবিআই।
আর এবার সেসব বয়ানের ভিত্তিতেই দেবকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এনামুলের সঙ্গে বা গরু পাচার কাণ্ডের সঙ্গে কীভাবে জড়িত টলিউড অন্যতম বিখ্যাত নায়ক, সে বিষয়েই বিশদে তদন্ত করতে চাইছেন সিবিআই আধিকারিকরা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, দেবকে আগামী মঙ্গলবার বেলা ১১টায় সিবিআই-এর দপ্তর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাঁকে জেরা করার সময় প্রশ্নোত্তর পর্বের সবটাই রেকর্ড করা হবে বলেই খবর। এনামুল এবং তাঁর সঙ্গীদের সঙ্গে দেবের যোগসূত্র কি, তা খতিয়ে দেখতে তৎপর তদন্তকারীরা।
পাশাপাশি, গরু পাচার নিয়ে অভিনেতার কাছ থেকে আরও কোনও তথ্য পাওয়া যায় কি না, সেদিকেও নজর রয়েছে সিবিআইয়ের। দেবের অফিসে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সিবিআই নোটিস। যদিও এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তারকা সাংসদের।
প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের আদেশে জামিনে পেয়েছেন গরু পাচার কাণ্ডের অন্যতম মূল চক্রী ব্যবসায়ী এনামুল হক। ২০২০ সালে গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর প্রায় ২ বছর কারাবন্দি ছিল এনামুল।
তার মাঝেই আদালতে রুটিনমাফিক হাজিরা দিতে গিয়ে মিডিয়ার সামনে নানা বিস্ফোরক তথ্য জানাবে বলে হুঁশিয়ারিও দিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার তার সঙ্গে অভিনেতা দেবের কি যোগ খতিয়ে দেখতে চান সিবিআই আধিকারিকরা।