পর্যটক টানতে নয়া উদ্যোগ, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সাজছে সুন্দরবন

Follw Us Now

 

এখন ভারত : চলতি বছরেই দখিন রায়ের খাস তালুক সুন্দরবনকে ঘিরে তৈরি হতে চলেছে নতুন পর্যটন পরিকাঠামো। মূলত, সুন্দরবনে পর্যটক টানতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের। এর আগে রাজ্য বিধানসভায় বাংলার পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছিলেন, সুন্দরবনে পর্যটন পরিকাঠামো উন্নত করার একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান রাজ্য সরকার সুন্দরবনে নতুন পরিকাঠামোর জন্য পরিকল্পনা করছে বলে জানিয়েছিলেন তিনি। মন্ত্রীর মতে, রাজ্য সরকার বেসরকারি খাতের সঙ্গে সুন্দবনে নতুন পরিকাঠামোর সম্ভাবনার একটি হোস্ট পরিকল্পনা নিযুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

সুন্দরবনের মত অফবিট জায়গাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পরিবেশ-বান্ধব হোটেল ও বিনোদনের একটি কেন্দ্রস্থল হিসাবে পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে। 

সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল ঘিরে পুরো প্রকল্পটি তৈরি হবে। ইতিমধ্যে পর্যটকদের জন্য সুন্দরবনের প্যাকেজ ট্যুরের একটি রেঞ্জ চালু করেছে রাজ্য সরকার। এছাড়াও ব-দ্বীপের জঙ্গল ও পিছনে ফেরি করার জন্য লঞ্চ চালু করেছে। বর্তমানে এই এলাকার পরিকাঠামো উন্নত করতে ও সুন্দরবনের উন্নয়নের জন্য ভাবনা চিন্তা করছে সরকার।

সরকারি সূত্রে খবর, কাশ্মীরের ডাল লেকের আদলের সাজানো হচ্ছে সুন্দরবনের হাউসবোটগুলি। আগামী ৬ মাসের মধ্যেশহাউসবোট পরিষেবা শুরু করা যেতে পারে বলে আশা। নয়া উদ্যোগ পর্যটকদের আরও মনোরঞ্জন করবে বলে মনে করছেন ভ্রমণপিপাসুরা। সুন্দরবন হল ভারত তথা এশিয়ার একটি বৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল। এটি দেশের অনন্য গন্তব্যগুলির মধ্যে একটি। এই ঘন ও গভীর জঙ্গলের মধ্যেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। এছাড়াও এখানে রয়েছে অন্যান্য প্রজাতির প্রাণী।

সরকারি হিসেব অনুযায়ী, বর্তমানে সুন্দরবন জঙ্গলে প্রায় ৪০০-এর বেশি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। প্রসঙ্গত রাজ্য সরকারের এটি একটি ড্রিম প্রজেক্ট। যেখানে উন্নয়নের পাশাপাশি সুন্দরবন হয়ে উঠবে দেশের একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সরকারি এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যটন-কেন্দ্র হিসেবে সুন্দরবন আরও বেশি পর্যটক টানতে পারবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ট্রেন্ডিং খবর