এখন ভারত : বয়স মাত্র ২২ বছর ।এই বয়সেই এক মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল জনপ্রিয় ইউটিউবার অমিত মন্ডলের প্রাণ ।তার প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না তার অনুরাগীরা।
অমিত মন্ডল বিশেষভাবে সক্ষম হয়েও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ইউটিউবে ।নিজের সমস্যাকে কখনোই প্রতিবন্ধকতা হিসেবে মেনে নেননি তিনি এগিয়ে চলেছিলেন পরিবারকে নিয়ে। একদিকে বিশেষ ভাবে সক্ষম ছিলেন তিনি ।পরিবারেও ছিল আর্থিক অনটন। নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে উপার্জন করে পরিবারেও সাচ্ছন্দ্য এনেছিলেন তিনি ।মা-বাবার মুখে হাসি ফুটিয়েছিলেন। সেই অমিত মাত্র 22 বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। তার এই পরিণতি কিছুতেই মানতে পারছেন না তার অনুরাগীরা।
নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা অমিতের ।মা বাবা পৌরসভার চুক্তিভিত্তিক কর্মী। আর্থিক প্রতিবন্ধকতা থাকলেও ছেলের স্বপ্নপূরণে সবসময় সহায়তা করেছেন মা-বাবাও ।ডেইলি ভ্লগ থেকে শুরু করে জীবনের বিশেষ মুহূর্ত ,সবটাই নিজের সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করতেন অমিত।তার চ্যানেলের সাবস্ক্রাইবার এর সংখ্যাও নজর কাড়া।তিন লক্ষ নব্বই হাজার মানুষ ফলো করতেন অমিতকে। নিজের বিশেষ ক্ষমতাসম্পন্ন হওয়ার বিষয়টিকে কখনোই নিজের পরিচয় হিসেবে গড়ে তুলতে চান নি অমিত।
মঙ্গলবার স্কুটিতে করে যাওয়ার সময় অমিত এবং তার দুই বন্ধু দুর্ঘটনার কবলে পড়েন। মারাত্মকভাবে জখম অবস্থায় অমিতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে তবে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন অমিত।
নিজের চ্যানেলের শেষ ভ্লগে আলিপুর জেল মিউজিয়ামে বন্ধুদের সাথে গিয়েছিলেন অমিত। আমার ফাঁসি হবে আমি কারাগারে বন্দী- শেষ ভিডিওতে মজার ছলে এই কথা বলতে দেখা যায় তাকে। তবে সকলকে কাঁদিয়ে তিনি যে সত্যি না ফেরার দেশে চলে যাবেন তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ।