সস্তায় বিয়ার পান করতে চান, ঢুঁ মারতে পারেন কলকাতার এই রেস্তরাঁগুলিতে

Follw Us Now

 

মাসের শেষে অধিকাংশ লোকের হাতে টাকা থাকে না। সেই সময় সস্তায় বিয়ার পাওয়া গেলে মন্দ হয় না। আবার অনেক সময় বন্ধুদের ট্রিট দিতে গিয়েও পকেট গড়ের মাঠ হয়ে পড়ে। সেই সময় সস্তা কোনও বারে গেলে বন্ধুদের মন রক্ষা করা যায় আবার পকেট একেবারেই ভাঁড়ে মা ভবানী হয় না।  

কলকাতার বুকে এমন অনেক জায়গা আছে যেখানে অল্প দামে বিয়ার আর দারুণ সুন্দর পরিবেশ দুটোই পাওয়া যায়। তাই সস্তায় বিয়ার পান চাইলে চলে যেতে পারেন কলকাতার এই জায়গায়গুলিতে।

হপ্পিপলা-

দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিস মলের মধ্যে রয়েছে হপ্পিপলা। এখানে খুব সস্তায় বিয়ার পাওয়া যায়। দুপুর সাড়ে ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এই রেস্তরাঁ খোলা থাকে। দামও সাধ্যের মধ্যেই। মাত্র ১৭০ টাকা।  

এক্স রং প্লেস-

কলকাতার এক্স রং প্লেস রেস্তরাঁটির আলোকসজ্জাও দেখার মতোই। এখানে মিউজিক ও ডিজের ব্যবস্থা রয়েছে।  এখানে হেনিকেন, ফস্টার্স, কার্লসবার্গ, বাডওয়াইসার, টিউবর্গ, কিংফিশার পৃন করতে পারে। খরচ মাত্র ১৬০ টাকা।

গোল্ডেন সিটি-

গোল্ডেন সিটি রেস্তরাঁয় অসাধারণ চাইনিস খাবারও পাওয়া যায়। এখানে বিয়ারও বেশ সস্তা। সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে এই রেস্তরাঁ। খরচ একেবারেই সাধ্যের মধ্যে। মাত্র ১০০ টাকা। 

মুঁলে রোজ-

কলকাতার পার্কস্ট্রিটে রয়েছে একাধিক বার কাম রেস্তরাঁ। সবচেয়ে পুরোনো রেস্তরাঁটি হল মুঁলে রোজ। এই রেস্তরাঁটি জনপ্রিয় সস্তা বিয়ারের জন্য। খরচ হবে মাত্র ১৩০ টাকা। মাসের শেষেও বন্ধুদের নিয়ে ট্রিপ দিলেও পকেট একেবারে খালি হওয়ার কোনও চিন্তা নেই।

ট্রেন্ডিং খবর