দোলে রঙে চুলের বেহাল দশা! সামলে রাখতে মেনে চলুন এই টিপসগুলি

Follw Us Now

 

এখন ভারত : আর মাত্র একদিন পরই রঙের উত্‍সব। ১৮ মার্চ সারা দেশজুড়ে পালিত হবে হোলি। এই উত্‍সবে হোলির রঙে রঙিন হয়ে উঠবেন রাজ্যের প্রতিটি মানুষ। হোলির দিন রঙ ঠেকাতে অনেকেই হাত ও মুখ ভাল করে ঢেকে রাখেন। কিন্তু অনেক মহিলারই বেশ লম্বা চুল। তাই তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয় চুলে রং লেগে যাওয়ায়। তবে এবার আর চিন্তা নেই। ছুটিয়ে রঙ খেলুন। কিন্তু চুল থাকবে একেবারে ফুরফুরে। এজন্য আজ থেকে মেনে চলুন এই কয়েকটি টিপস


দোলের আগে চুলে ডিপ কন্ডিশনিং করুন।  এতে চুল অনেকটা ভাল থাকবে।

ছোটবেলায় মা, ঠাকুমারা দোলে রঙ খেলতে বেরনোর আগে মাথায় তেল মাখিয়ে দিতেন। এটা চুলকে ভাল রাখার জন্য খুব উপকারী। রঙ লাগলেও শ্যাম্পু করলে সহজেই ছেড়ে যায়। 


দোলের আগে চুলে হিট দেওয়া ও স্টাইলের জন্য তাপ ব্যবহার করা উচিত নয়। এতে চুলের আরও ক্ষতি হয়। রং খেলতে যাওয়ার আগে নিরাপদ হেয়ারস্টাইল হল বিনুনি। এতে পুরো চুলে রঙ পৌঁছোতে বাধা দেয়। এছাড়া আঁটোসাটোভাবে খোঁপা বেঁধে নিলে রঙ থেকে সুরক্ষিত থাকবে আপনার চুল।


রঙ খেলার পর প্রথমে সাধারণ জল দিয়ে চুল ধুয়ে রপর শ্যাম্পু করুন। কন্ডিশনার করার পর ফের শ্যাম্পু দিয়ে চুল ধয়ে ফেলুন। দু’বার শ্যাম্পু না করলে চুলের ক্ষতি হবার সম্ভাবনা বেশি। এরপরও ২-৩ দিন চুল শুষ্ক ও রুক্ষ মনে হতে পারে। সেক্ষেত্রে আপনি তেল মালিশ, হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন এরপর দেখবেন আপনার চুল দোলের আগের অবস্থা ফিরে পেয়েছে।

ট্রেন্ডিং খবর