দোলের দিন মেট্রো রেলের সময়সূচির পরিবর্তন

Follw Us Now

 

আর মাত্র একদিন বাকি। এরপর শুক্রবার বাঙালির অন্যতম উৎসব দোল। তার পরের দিনই আবার হোলি। এই দুদিন সবাই নানান রঙে রঙিন হয়ে উৎসবে মেতে উঠবেন। এই উৎসব উপলক্ষে দু’দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিসও। ট্রেনের চাকা অবশ্য গড়াবে। তবে বদল হচ্ছে মেট্রো রেলওয়ের সময়সূচি। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, এই দু’দিন অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে। সকাল থেকেই মিলবে না মেট্রো পরিষেবা। 
কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটের মেট্রো মিলবে দুপুর আড়াইটের সময়। দক্ষিণেশ্ব থেকে কবি সুভাষের মেট্রোও ছাড়বে একই সময়। অন্যদিকে কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ১৮ মিনিটে। এদিন ইস্ট-ওয়েস্ট রুটের প্রথম মেট্রো চলবে বেলা তিনটের সময়। 
তবে শনিবার থেকে পূর্বের ছন্দেই শুরু হবে মেট্রো পরিষেবা। কিছুটা বাড়ানো হবে ট্রেনের সংখ্যাও। দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে চলবে ২০৮টি মেট্রো। দুই প্রান্ত থেকেই সকাল ৭ টায় মিলবে ট্রেন। আর কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯ টায় এবং দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রোর চাকা গড়াবে ৯ টা ১৮ মিনিটে।

ট্রেন্ডিং খবর