ভবিষ্যতের কথা ভেবে অনেকেই জীবন বিমায় বিনিয়োগ করেন। আবার হঠাৎ মৃত্যু হলে পরিবার যাতে জীবন বিমা সংস্থা থেকে মোটা অঙ্কের টাকা পায়, সেই কারণেও অনেকে বিমা করান। এর চাহিদা ব্যাপক। আজকের সময়ে জীবনের অনিশ্চয়তা বাড়ার সঙ্গে সঙ্গে, জীবন বীমা মানুষের জীবনে একটি চূড়ান্ত জীবনরেখা হিসাবে প্রমাণিত হচ্ছে। একটি জীবন বীমা কভার থাকা নিশ্চিত করে যে আপনার অনুপস্থিতিতে আপনার পরিবার যাতে আর্থিকভাবে কোনও বিপদের সম্মুখীন না হয়। কিন্ত অনেক সময়ই দেখা যায়, বিমা আছে এমন কোনও ব্যক্তির মৃত্যুর পর, তাঁর পরিবার যখন বিমা সংস্থার কাছে তাঁর জীবন বিমা ক্লেম করতে যায়, তখন সংস্থা তার আবেদন বাতিল করে দেয়। সাধারণত টার্ম ইনসিউরেন্সের ক্ষেত্রেই এই সমস্যা হয়।
কারণ, অনেক সময় এমনটা ঘটে যে, কোনও ব্যক্তির পলিসি কেনার আগে কোনও রোগ ছিল, কিন্তু কেনার সময় তার উল্লেখ নেই। কিন্ত সেই রোগেই যদি ওই ব্যক্তির মৃত্যু হয়, তবে তাঁর পরিবারকে সমস্যার মধ্যে পড়তে হবে। অর্থাৎ পলিসি কেনার সময় সামান্য ভুলই পরে বাধা হয়ে দাঁড়ায়।
শুধু তাই নয়, সাধারণ বিমা করার সময় শারীরিক অসুস্থতার কথা গোপন করলে বা মদ্যপান ও ধূমপানের মতো তথ্য গোপন করলে বাতিল হতে পারে আপনার বিমার ক্লেম। এমনকী মৃত্যুর কারণ নিয়ে কোনও ধোঁয়াশা থাকলেও বিমার ক্লেম বাতিলের সম্ভবনা বেশি।