এখন ভারত : আজ রঙের উৎসব। বাঙালির শ্রেষ্ঠ রঙের উৎসব হোলি। গোটা দেশে ব্যাপক উৎসাহের সঙ্গে উদযাপিত হয় এই উৎসব। রঙিন দিনে গরমে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। দোলের দিন কলকাতায় তাপমাত্রা পেরোল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, শুক্রবার সকালে শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২-৩ দিনে কলকাতায় তাপমাত্রা আরও বাড়বে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৪ শতাংশ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গলদঘর্ম অবস্থা হবে শহরবাসীর।
কিছুদিন আগে পর্যন্ত জেলাগুলিতে সকাল এবং সন্ধ্যার দিকে শীত শীত ভাব অনুভূত হত। কিন্তু, গায়েব হতে চলেছে এই আমেজও। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। সেখানেও জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের উপরের অংশ এবং সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি পূবালী অক্ষরেখা আরব সাগর পর্যন্ত বিস্তৃত। অবশ্য এই ঘূর্ণাবর্তে প্রভাবে আপাতত রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আরও তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তীসগড়, পূর্ব বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এছাড়াও উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। অন্যদিকে, তামিলনাডু-সহ দক্ষিণ ভারতের কিছু রাজ্যে বৃষ্টিপাত হতে পারে। দেশের বাকি অংশে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং গরম বাড়বে আগামী কয়েকদিন।
অন্যদিকে সিত্রাং ঘূর্ণিঝড় নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপটি পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে সরে গিয়েছে ১৭ তারিখ সকাল ৮টা ৩০ মিনিটে। মূলত উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে সিত্রাং।এই ঘূর্ণিঝড় বাংলাদেশ ও উত্তর মায়ানমারের কাছে ২২ মার্চ আছড়ে পড়বে। তবে পশ্চিমবঙ্গে এই এই ঝড়ের সরাসরি কোনো প্রভাব পড়বে না।