এখন ভারত : সবেমাত্র গরম পড়েছে। আর এরই মধ্যে কলকাতায় পারা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। চলতি বছরের গ্রীষ্মে দক্ষিণবঙ্গের জেলাগুলি তাপপ্রবাহের মুখে পড়তে পারে। সেই প্রবাহ প্রায় এক মাস স্থায়ী হতে পারে। আশঙ্কা সঙ্গে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে,
বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় এই তাপপ্রবাহের রেশ সব থেকে বেশি হবে। এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁতে পারে। পাল্লা দিয়ে তাপমাত্রার পারদ তড়তড়িয়ে চড়বে দক্ষিণবঙ্গের অনান্য জেলাগুলিতেও। সতর্কতার সঙ্গে এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে।
এদিকে গ্রীষ্মে বাংলায় কালবৈশাখীর এখন তেমন আর দেখা মেলে না। তবে দক্ষিণবঙ্গের গ্রামীণ জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরের ওপরে এখন যে গভীর নিম্নচাপ ক্রমশ ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে তার জেরে বাংলার পরিমণ্ডলে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করতে চলেছে। এর জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বঙ্গবাসীর। কিন্তু বৃষ্টির দেখা এখনই মিলবে না। স্বাভাবিকভাবেই অন্তত আগামী ২৫ থেকে ৩০ দিন প্রখর রোদের তাপে দাপাদাপি করতেই হবে বঙ্গবাসীকে। আপাতত এ থেকে রেহাই মিলছে না। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।