প্রকাশ্যে পুলিশকে জুতোপেটা মহিলার, নারী শক্তির প্রশংসা নেটিজেনদের! ভাইরাল ভিডিও

Follw Us Now

এখন ভারত : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। বিভিন্ন মজাদার ঘটনার পাশাপাশি সেখানে এমন কিছু ভিডিও থাকে যা তুলে ধরা সমাজের বাস্তব প্রতিচ্ছবি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এমন একটি ঘটনার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। 

আমরা সবাই জানি যে, সমাজের রক্ষাকর্তা পুলিশ। সমাজে পুলিশ হল এমন একটি “আশ্রয়” যেখানে যে কোনো বিপদে, সাহায্যের আশায় সবার আগে ছুটে যান সাধারণ মানুষ। কিন্তু, সমাজের এই রক্ষাকর্তারাই এমন কিছু কাণ্ড ঘটান যা দেখে রীতিমত অবাক হতে হয়। 

সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এসেছে যেখানে প্রশ্নের মুখে পড়েছে সাধারণ মানুষের নিরাপত্তা। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, উত্তরপ্রদেশের লখনউয়ের চরবাগ রেলস্টেশনে একজন মহিলার সঙ্গে দুর্ব্যবহার করছেন এক পুলিশকর্মী। এমনকি, তর্কাতর্কির মাঝেই আচমকাই মহিলার গায়ে হাতও তুলে দেন ওই পুলিশ। কিন্তু পুলিশকর্মীর এহেন আচরণ মেনে নিতে নারাজ ওই মহিলা। আর তাই তিনিও পাল্টা আঘাত করেন পুলিশকর্মীকে। রীতিমত জুতো খুলে মারতে থাকেন। একজন ব্যক্তিকেও মারতে থাকেন ওই পুলিশকর্মী। সেখানে উপস্থিত ছিলেন একজন মহিলা পুলিশকর্মীও। যাত্রীদের উপস্থিতিতেই স্টেশনের ফ্লাইওভারের ওপরে ঘটা সমগ্র ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন

একজন যাত্রী। এরপর ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে পড়ে। ইতিমধ্যেই ওই পুলিশকর্মীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সবাই। পাশাপাশি, ভিডিওটি দেখে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ওই পুলিশকর্মী মদ্যপ ছিলেন। অপর এক নেটাগরিক লিখেছেন, “এই ভিডিওটি লখনউয়ের চরবাগের। ইউপিতে আইন-শৃঙ্খলা এবং মহিলাদের নিরাপত্তা দুটোই এই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে।”

উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর “Crime In India” রিপোর্টে বলা হয়েছে যে, উত্তর প্রদেশে “মহিলাদের উপর হামলা” বিভাগের অধীনে ৯,৮৬৪ টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। এছাড়াও, ওই রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, প্রায় ৩,৯৩৫ টি যৌন হয়রানির মতো জঘন্য ঘটনার পাশাপাশি ১,৭২৮ টি হামলার ঘটনা এবং ৩২৬ টি উত্যক্ত করার মতো ঘটনা ঘটেছে।

ট্রেন্ডিং খবর