চা কিংবা কফি কি আপনার আর পাঁচটা পানীয়ের থেকে একটু বেশি প্ৰিয়? আর তার সঙ্গে টা – টাও কি আরও বেশি প্রিয়। অবাক হচ্ছেন, ভাবছেন এই ‘টা’-টা আবার কি! তাই তো। আরে কিছুই না, এটা হল বিড়ি বা সিগারেট। তবে সাবধান, আপনি কিন্তু আপনার অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ। বিস্কুটের বদলে অনেকেই চা বা কফির সঙ্গে ধূমপান করেন। হয় তো সেই ধূমপানটা চা বা কফির সঙ্গে করতে বেশ মজা লাগে। কিন্তু জানেন কি আপনার অজান্তেই আপনার শরীরে বাসা বাঁধছে ভয়ংকর মারণ রোগ। যা কর্কট বা ক্যান্সার নামে পরিচিত।
সম্প্রতি হওয়া এক গবেষণায় উঠে এসেছে, যাঁরা নিয়ম করে ধূমপান বা মদ্যপান করেন, তাদের পক্ষে গরম চা বা কফি একেবারেই খাওয়া উচিত নয়। যদিও এই বিষয় বিজ্ঞানীরা জানিয়েছেন, যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান ও মদ্যপান করেন, তারা অতিরিক্ত গরম চা বা কফি পান করলে খাদ্যনালীতে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তবে চিন্তা করার কিছুই নেই, যারা গরম চা বা কফি পান করেন, কিন্তু কোনও প্রকারের ধূমপান করেন না তারা নিশ্চিন্ত মনে চা বা কফি খান। চা বা কফি খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু খারাপ না, বরং উপকারী। তাই ভয় না, ধূমপানকে বাদ দিয়ে চা বা কফি-কে আপনি আপনার দৈনন্দিন জীবনের অঙ্গ হিসাবে রেখে দিতেই পারেন।