হায় হায় , গ্রামের এমন নাম হয় নাকি। ছিঃ ছিঃ

Follw Us Now

নিজের মাতৃভূমিকে কে না ভালোবাসে। নিজ জন্মভূমির নাম মুখে আনলে, বেশ আবেগপ্রবণ হয়ে পরে অনেকেই। কিন্তু সুইডেনে একটি গ্রাম আছে, সেখানকার বাসিন্দারা নিজ গ্রামের নাম সকলের সামনে মুখে আনতে লজ্জা পান। কিন্তু কেন? কারন জানলে আপনিও অবাক হবেন। আসলে সুইডেনের এই গ্রামের নাম হল ‘ ফাক ‘। নামে খারাপ হলেও, গ্রামটিকে দেখলে মনে হবে প্রকৃতি যেন তাকে পরম যত্ন নিয়ে সাজিয়েছে। চারিদিকে পাহাড় আর তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী ও ঝর্ণা। তবে প্রশ্ন একটাই এত সুন্দর ভাবে সাজানো সত্বেও গ্রামের নাম এমন কেন?
আসলে গ্রামটির গা ঘেঁষে বয়ে গিয়েছে একটি পাহাড়ি নদী। যার নাম ফাকেসজন। নদীর নাম অনুসারেই এই গ্রামের নাম। এর মধ্যে তো কোনও অন্যায় নেই। ঠিক যেমন আমাদের রাজ্যে হুগলি নদীর তীরে হুগলি জেলা।  অথচ গ্রামের এই নামের জন্য সোশ্যাল মিডিয়াতেও পর্যন্ত ব্লক হয়ে যায় বাসিন্দাদের অ্যাকাউন্ট। এমনকি গ্রামের নাম শুনলে কাজের জায়গাতেও লোকে খারাপ নজরে দেখে। শুধু তাই নয়, বাজে প্রশ্ন করে, প্রতিটা মুহূর্তে গ্রামবাসীদের কটাক্ষের মুখেও পর্যন্ত পড়তে হয়।
নানা অসুবিধার কারণে গ্রামের এই নামটি আর ব্যবহার করতে চান না গ্রামবাসীরা। তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব তা বদলে ফেলতে চান। সুইডিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ইতিমধ্যেই এই বিষয়ে একটি লিখিত আবেদনও দায়ের করেছেন এলাকার স্থানীয়রা। সেই আবেদনে তারা গ্রামের বিকল্প নাম উল্লেখ করেছেন। স্থানীয়দের মতে গ্রামটির নাম দেওয়া হয়েছে ‘দালস্রো’।   যার অর্থ ‘নিঃশব্দ উপত্যকা’। এ বিষয় নিয়ে সরকারি তরফে জানানো হয়েছে, গ্রামবাসীদের আবেদন গ্রহণ করা হয়েছে। তবে নাম বদলের এই প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ। তবে যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের নাম বদল করা যায়, তা দেখা হচ্ছে।

ট্রেন্ডিং খবর