কার জীবনের মৃত্যু কখন কীভাবে আসে তা আমরা আগে থেকে কেউ জানি না। অনেকে অবশ্য পরিস্থিতির কারণে মৃত্যুকে ডেকেও আনেন। কিন্তু ভাগ্যের পরিহাসে তাঁরা বেঁচেও যান। এমনই হাড় হিম করা এক ঘটনার সাক্ষী থাকলো মহারাষ্ট্র। প্ল্যাটফর্ম থেকে সটান লাইনে ঝাঁপ দিয়েছিলেন এক তরুণ। ওই তরুণ যমকে ডেকে আনলেও কোন লাভই হল না। কারণ সেই সময় ঘটনাস্থলে যমরাজ আসার আগেই তরুণকে টেনে সরিয়ে নিলেন রেলওয়ে পুলিশের এক কনস্টেবল। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সংবাদ সংস্থা এএনআই টুইটারে শেয়ার করেছে এই ভিডিয়ো।
জানা গিয়েছে, ২৩ মার্চ মহারাষ্ট্রের থানেতে বিঠ্ঠলওয়ারি রেল স্টেশনে আঁতকে ওঠা এই ঘটনাটি ঘটেছে। ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা। সকলেই বলছেন, রেল পুলিশের ওই কনস্টেবল পদক্ষেপ নিতে যদি আর একটুও দেরি করতেন তাহলে ঘটে যেত বিরাট অঘটন।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন ১৮ বছরের এক তরুণ। পরনে হলুদ শার্ট। মাঝে মাঝেই প্ল্যাটফর্মের ধারে গিয়ে লাইনের দিকে সামান্য ঝুঁকে দেখছিল ট্রেন আসছে কিনা। কিছুক্ষণ পর ট্রেন আসতেই নিলেন সেই ভয়ঙ্কর পদক্ষেপ। যা সত্যিই অবিশ্বাস্য। প্ল্যাটফর্ম থেকে সটান লাইনে ঝাঁপ মারে সে। সেই সময় প্ল্যাটফর্মে থাকা রেল পুলিশের এক কনস্টেবল তা দেখা মাত্রই লাফ দিয়ে নেমে পড়েন রেললাইনে। এক ধাক্কায় সরিয়ে নিয়ে যান তরুনকে। মুহূর্তেই লাইনের উপর দিয়ে চলে যায় দ্রুত গতির ট্রেন। প্ল্যাটফর্মে থাকা সিসিটিভিতে এই ঘটনা ধরা পড়েছে। জানা গিয়েছে রেল পুলিশের কনস্টেবলের নাম হৃষিকেশ মানে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনে নেমে ওই তরুণকে বাঁচিয়েছেন তিনি। একচুল এদিক ওদিক হলে দু’জনের সঙ্গেই ঘটতে পারত ভয়ঙ্কর অঘটন।
তবে ঘটনাটি দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে, ওই তরুণ কেন হঠাৎ রেললাইনে ঝাঁপ দিয়েছিলেন?
তাঁর কি আত্মহত্যা করার উদ্দেশ্য ছিল?
নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও গল্প?
যদিও এ ব্যাপারে সঠিক কিছু জানা যায়নি। তবে কারণ যাই হোক না কেন এ যাত্রায় সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে যে। আর স্বয়ং দেবদূতের মতো এসে তাকে প্রাণে বাঁচিয়েছেন রেল পুলিশের সাহসী কনস্টেবল হৃষিকেশ মানে। হৃষিকেশ মানেকে কুর্নিশ জানিয়েছে নেট দুনিয়া। তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজ়েনরা।