ডিম চুরি করে ময়ূরকে উত্যক্ত করেছিলেন, শিক্ষা পেলেন ব্যক্তিটি, ভাইরাল ভিডিও

Follw Us Now

এখন ভারত : অনেক সময়েই মানুষের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে পশু-পাখিরা।  তাদের সেই ভালোবাসা থাকে একেবারে অমায়িক নিঃস্বার্থ। মানুষের সঙ্গে তাদের ভালবাসার কিছু এমন কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যা প্রতিটি মানুষের মন জয় করে নেয়। স্মার্টফোন আর ইন্টারনেটের মাধ্যমে সহজলভ্য হয়ে ওঠার কারণে এসব ঘটনাগুলি হয় পরে ভাইরাল।  ঠিক তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা ময়ূরকে উত্যক্ত করার।
পশু পাখিদের মধ্যে একটি বিশেষ স্বভাব বর্তমান। সেটি হল তাদের ভালোবেসে রাখা হলে অথবা ভালো ব্যবহার করা হলে তারা মানুষের সঙ্গেও ভালো ব্যবহার করে থাকে। বিপদে-আপদে তারাও আমাদের পাশে এসে দাঁড়াতে জানে। প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত দেয়। কিন্তু তাদেরকে বিরক্ত করলে তার পরিণতি যে কি হয় তারই এক জ্বলন্ত উদাহরণ হল সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও। এই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ময়ূরকে উত্যক্ত করেছেন। পরিবর্তে তিনি যা শিক্ষা পেয়েছেন তার পর জীবনে এমন কাজ আর কোনওদিন করার আগে তিনি দু’বার ভাবতেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ময়ূর তার ডিম পাহারা দিচ্ছে। রাস্তার ধারে হয়ে থাকা জঙ্গলের মধ্যে বসে থাকা সেই ডিম পাহারা দেওয়ার সময় হঠাৎ এক ব্যক্তি লুকিয়ে লুকিয়ে সেখানে হাজির হন। এক সময় তিনি অত্যন্ত সাবধানে সেই ডিমগুলি চুপিসারে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর সেই চেষ্টা ব্যর্থ হয়। তখন কোথায় থেকে অপর একটি ময়ূর উড়ে এসে ওই ব্যক্তিকে ধাওয়া করে। আকস্মিক এই আক্রমণে আতঙ্কে ওই ব্যক্তি ভয় খেয়ে ডিমগুলি ছেড়ে পালান। এই ভাবেই ওই ময়ূরকে তাদের ডিম রক্ষা করতে দেখা গিয়েছে ভিডিওতে।
ভিডিওটি খুব স্বল্প দৈর্ঘ্যের। কিন্ত ভিডিও শিক্ষা দেয়, শুধুমাত্র মানুষই নয়, পশুপাখিরাও তাদের ডিম অথবা সন্তানদের একইরকম ভালবাসে। সন্তানকে রক্ষা করতে জানে। স্বাভাবিকভাবেই এই ভিডিও মন ছুঁয়েছে নেটিজেনদের।

ট্রেন্ডিং খবর