২৬ শে অক্টোবর থেকে ভিসা দেওয়ার কাজ শুরু – কানাডার জন্য শর্ত সাপেক্ষে পরিষেবা চালু ভারতের

Follw Us Now

২৬ শে অক্টোবর থেকে ভিসা দেওয়ার কাজ শুরু - কানাডার জন্য শর্ত সাপেক্ষে পরিষেবা চালু ভারতের

কানাডার পরিষেবা

২৬ অক্টোবর থেকে ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিক্যাল ভিসা’ এবং ‘কনফারেন্স ভিসা’ দেওয়ার কাজ পূর্ব পদ্ধতি অনুযায়ী শুরু হবে। তবে ভারত ও কানাডা দু’দেশের মধ্যে ঠাণ্ডা লড়াই কমলেও টানাপোড়েন এখনও মেটেনি বলেই সূত্রের খবর৷

গত ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ বলবতের সিদ্ধান্ত নেয় বিদেশ মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া আপাতত স্থগিত। কানাডার ভারতীয় হাই কমিশন এবং কনস্যুলেটে ‘আপৎকালীন পরিস্থিতি’ সংক্রান্ত নির্দেশিকা বহাল থাকবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

আরও খবর- এই লক্ষ্মীপুজোয় চন্দ্রগ্রহণ, কতক্ষণ চলবে? কীভাবে দেখবেন?

২৬ শে অক্টোবর থেকে ভিসা দেওয়ার কাজ শুরু – কানাডার জন্য শর্ত সাপেক্ষে পরিষেবা চালু ভারতের

গত মাসে কানাডার মাটিতে খালিস্তানি নেতা হরদীপ সিং এর মৃত্যুতে ভারতীয় চরদের ভূমিকা রয়েছে বলে কানাডার সংসদে দাঁড়িয়ে দাবি করেছিলেন, সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ শুধু তাই নয়, একাধিক ভারতীয় কূটনীতিক ও আধিকারিককে পত্রপাঠ এদেশে ফেরত পাঠানোর তোড়জোড়ও শুরু করেছিল কানাডা।

ট্রেন্ডিং খবর