এখন ভারত : চিড়িয়াখানা সব সময় সকলের কাছেই আকর্ষণের বিষয়বস্তু। বাঘ ভাল্লুক, সিংহ দেখতে সারা বছরই ভিড় লেগে থাকে আলিপুর চিড়িয়াখানায়। এবার এসব পশু-পাখিদের দেখা যাবে দিঘাতেও।
দিঘায় সমুদ্র স্নানের আনন্দ উপভোগ করার পাশাপাশি পর্যটকদের জন্য তৈরি হতে চলেছে মিনি চিড়িয়াখানা। ইতিমধ্যেই এই বিষয়ে প্রাথমকি পরিকল্পনা করা হয়েছে বলে সূত্র মারফত খবর।
জানা গিয়েছে, চিড়িয়াখানার খসড়া প্ল্যান পাঠানো হয়েছে সেন্ট্রাল জু অথরিটি অব ইন্ডিয়ার কাছে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষা মাত্র। এরপরই শুরু হবে প্রকল্পের কাজ। দিঘা শংকরপুর উন্নয়ণ পর্ষদের তরফে জমি দেওয়ার বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। প্রায় ২৩ থেকে ২৪ একর জায়গা বরাদ্দ করা হয়েছে এই চিড়িয়াখানা নির্মাণ করতে।
চিড়িয়াখানার নির্মাণকাজ শুরু হলে একই সঙ্গে সরীসৃপ-সহ অন্য পশু-পাখি নিয়ে আসার কাজও শুরু করা হবে। সমুদ্র সৈকতের শহর দিঘায় চিড়িয়াখানা চালু হলে তা হবে রাজ্যের চতুর্থ চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় মূলত সরীসৃপ শ্রেণির প্রাণীদের রাখা হবে। তবে অন্যান্য কয়েকটি প্রাণীদেরও দেখা যাবে। দীঘায় চিড়িয়াখানা তৈরি হলে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল।