সাইকেল চালাতে লাইসেন্স
প্রত্যেক দেশে এবং প্রতি শহরের নিজস্ব ট্রাফিক নিয়ম আছে। সেক্ষেত্রে গাড়ি চালক এবং বাইক চালকের লাইসেন্স থাকা খুবই গুরুত্বপূর্ণ৷ পুজোর সময় বাইক বা গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে অবশ্যই সঙ্গে কিন্তু লাইসেন্স রাখবেন। না হলেই পুলিশ কিন্তু ছাড়বে না! কারণ ট্রাফিক আইন অমান্য করা আইনত দণ্ডনীয় অপরাধ। লাইসেন্স না থাকলে কেড়ে নেওয়া হতে পারে বাইকও! তাই ঠাকুর দেখতে যাবার আগে মনে করে লাইসেন্স রাখবেন। হেলমেট পরবেন। গাড়ির সিট বেল্ট বাঁধবেন! কিন্তু মুশকিল হল রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে গেলে যদি লাইসেন্স চায় তখন?
ভাবছেন তো কেমন অবাস্তব কথা বলা হচ্ছে। সাইকেল চালাতে আবার লাইসেন্স কেন? দু-চাকার এই যানে করে গোটা দেশ ঘুরে ফেলছে মানুষ! এমনকি বিশ্ব ভ্রমণেও বেরিয়ে পড়েন ! এখন সেই সাইকেলের আবার লাইসেন্স? এ আবার হয় নাকি! অবাক হলেও সত্যি!
তবে ভয় পাবেন না এই নিয়ম গোটা বিশ্বের একটি মাত্র দেশের আছে। অবশ্যই সেটা ভারত নয়! ইসরায়েল। দক্ষিণ-পূর্ব ভূমধ্যসাগরের ধারে অবস্থিত ইজরায়েলে যুদ্ধ চলছে। আর এই কারণেই দেশটি এখন খববের শিরোনামে। ইজরায়েল এবং হামাসের মধ্যে লড়াইয়ে সড়গরম বিশ্ব রাজনীতি। আর এই কারণে গোটা বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়েছে। তা এই ইজরায়েল দেশটির কথা যখন উঠলই, তখন তার সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি অনন্য ব্যাপারের কথা বলা যেতে পারে। আর এই বিষয়গুলি সম্পর্কে খুব কম লোকই জানেন। এই দেশটিতেই রয়েছে সাইকেল চালানোর জন্যও লাইসেন্স থাকার নিয়ম। যা হত অনেকেরই জানা নেই।
আরও খবর- ষষ্ঠীতেই নিম্নচাপ তৈরি, নবমী থেকে শুরু বৃষ্টি! কলকাতা-সহ ছয় জেলায় পূর্বাভাস
কী কাণ্ড! সাইকেল চালাতে হলেও লাগবে লাইসেন্স? কোথায় চালু এই নিয়ম?
অর্থাৎ ট্রাফিক নিয়ম অনুযায়ী, শুধু বাইক বা গাড়ি নয় রাস্তায় সাইকেল চালাতে হলেও দরকার লাইসেন্স! সঙ্গে মাথায় হেলমেট! অতিরিক্ত সুরক্ষার কথা ভেবেই এই নিয়ম চালু হয়েছে। তাছাড়া এই ছোট্ট দেশটিতে সাইকেলেই বেশির ভাগ মানুষ যাতায়াত করেন। তাই সাইকেল চালাতেও এখানে দরকার লাইসেন্স! না হলেই কড়া শাস্তি!