এটাই হল ভারতীয়দের পাওয়ার! খাটিয়াকেই গাড়ি বানিয়ে পেট্রোল পাম্পে পৌঁছলেন যুবক, ভাইরাল ভিডিও

Follw Us Now

এটাই হল ভারতীয়দের পাওয়ার! খাটিয়াকেই গাড়ি বানিয়ে পেট্রোল পাম্পে পৌঁছলেন যুবক, ভাইরাল ভিডিও

ভারতীয়দের পাওয়ার

চারটি চাকার উপর ভর করে ছুটছে খাটিয়া। তার ওপর আবার যাত্রীও আছে। শুনেই ভিড়মি খেয়ে গেলেন মনে হচ্ছে? অবশ্য পুরো বিষয়টি শুনে এবং ভিডিওটি দেখে তাজ্জব হতে হয় বৈকি! বুদ্ধির জোরে মানুষ কত অবিশ্বাস্য কাণ্ডই না করেন। যা অভাব বা টাকার কাছেও হার মানে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এইসব অবিশ্বাস্য কান্ডগুলি নিমেষেই পৌঁছে যায় লক্ষ লক্ষ মানুষের কাছে। হয়ে পড়ে ভাইরাল। ভাইরাল কিছু ঘটনা উদ্ভাবনের পরিচয় দেয়। অর্থাৎ, অভিনব সৃষ্টি বা তৈরি করে নজর কাড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।

আর সেই কারণেই ওই ভিডিওগুলি দ্রুত ভাইরাল হওয়ার মাধ্যমে পৌঁছে যায় সকলের কাছে। বর্তমান প্রতিবেদনেও আমরা ঠিক সেইরকমই এক ভিডিওর প্রসঙ্গ তুলে ধরতে চলেছি। একটি আস্ত খাটিয়াতে চাকা লাগিয়ে রীতিমতো গাড়ি বানিয়ে ফেলেছেন কয়েকজন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর দৌলতে আমরা ইতিমধ্যেই টাটা ন্যানো গাড়িকে হেলিকপ্টারে রূপান্তরিত হওয়ার পাশাপাশি বুলেটের মতো বাইককে সাইকেলে পরিণত হতে দেখেছি। তবে, এবার আস্ত খাটকেই গাড়িতে পরিণত করেছে একদল যুবক। শুধু তাই নয়, অভিনব “খাটিয়া গাড়ি”-টিকে নিয়ে তারা পেট্রোল পাম্পে তেল নিতেও পৌঁছে যায়।

মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি খাটিয়াতে চারটি চাকা এবং যন্ত্রাংশ লাগিয়ে সেটিকে গাড়িতে পরিণত করা হয়েছে। আর সেখানেই বসে রয়েছে দু’জন যুবক। তাদের মধ্যে একজন সেটিকে চালাচ্ছে এবং আরেকজন যাত্রী হিসেবে রয়েছে। ঝড়ের গতিতে তারা ওই অভিনব গাড়িটিকে নিয়েই পৌঁছে যায় পেট্রোল পাম্পে। এদিকে, তাদের এমন গাড়ি দেখে পাম্পের কর্মী এবং অন্যান্য ব্যক্তিরাও রীতিমতো থ হয়ে পড়েন। আর এই সমগ্র দৃশ্যটি ধরা পড়েছে ভাইরাল ভিডিওতে।

আরও খবর- রেস্তোরাঁয় খাবার পরিবেশনের দায়িত্বে ‘এআই বেসড রোবট’ দেখলে চমকে যাবেন

এটাই হল ভারতীয়দের পাওয়ার! খাটিয়াকেই গাড়ি বানিয়ে পেট্রোল পাম্পে পৌঁছলেন যুবক, ভাইরাল ভিডিও

চমকপ্রদ এই ভিডিওটি এক্স মাধ্যমে RVCJ_FB নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। শেয়ার করা মাত্রই বিদ্যুৎগতিতে ভাইরাল হয়ে পড়ে সেটি। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখেছেন যুবকদের এমন সৃষ্টিমূলক কাজ। শুধু তাই নয়, এই ভিডিওটি দেখে নেটিজেনরা বিভিন্ন মজাদার প্রতিক্রিয়াও জানিয়েছেন। এই প্রসঙ্গে একজন ব্যবহারকারী লিখেছেন, “এটা তো সবে শুরু, আমরা ভারতীয়রা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে জন্মেছি।” অন্য আরেকজন জানিয়েছেন, “আমাদের ভারতীয়দের কখনোই হেয় করবেন না”।

ট্রেন্ডিং খবর