ব্রিজ থেকে বাচ্চা সমেত খালে পড়লেন মা, সন্তানকে বাঁচাতে হাবুডুবু মায়ের

Follw Us Now

ব্রিজ থেকে বাচ্চা সমেত খালে পড়লেন মা, সন্তানকে বাঁচাতে হাবুডুবু মায়ের

ব্রিজ থেকে বাচ্চা সমেত খালে

কথায় আছে, বিপদ কখনও বলে কোয়ে আসে না। আর ঠিক সেটাই হল! সন্তানকে সাইকেলের পিছনে বসিয়ে সাঁকোর ওপর দিয়ে যাচ্ছিলেন মা। সাইকেল সমেত সন্তানকে নিয়ে একেবারে খালে পড়ে গেলেন তিনি।

এখনো বহু জায়গায় খালের উপর সাঁকো দেখা যায়। ঝুঁকিপূর্ণ হলেও সেই সাঁকো দিয়েই পারাপার করেন সাধারণ মানুষ। বিপদও কম ঘটে না। ফের ভয়ংকর একটি বিপদ ঘটে গেল পূর্ব মেদিনীপুরে! যদিও প্রাণে রক্ষা পেলেন মা ও দুই বছরের শিশু।

খোলা সাঁকো, নেই কোনও রেলিং। সাইকেলে চেপে যাওয়ার সময় দুর্ভাগ্যবশত আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মা। সাইকেল নিয়ে সোজা সাঁকোর থেকে পড়লেন নীচে। রাস্তার ধারে সিসিটিভিতে ধরা পড়ে হাড়হিম সেই ছবি। জলে হাবুডুবু খেতে থাকে মা-শিশু। কিন্তু মানুষ মানুষেরই জন্য তাই ! প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখা মাত্রই তাঁদের উদ্ধারে জলে ঝাঁপ দিয়েছেন। জল থেকে ভালভাবে উদ্ধার করা হয় মা-সন্তানকে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা দুজনেই সুস্থ রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার নাসা খালে ভয়ঙ্কর ঘটনা।

এই খালের ওপর কংক্রিটের সাঁকোটি বহু পুরানো। দীর্ঘদিন ধরেই সাঁকোর দু’পাশে লোহার তৈরি রেলিং নষ্ট হয়ে গিয়েছে। খোলা সাঁকোর ওপর দিয়েই অবাধে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন দেখেও উদাসীন বলে অভিযোগ। ঝুঁকিপূর্ণ যাতায়াত দেখার পরেও কোনভাবেই সাঁকোর দুপাশ ঘেরার ব্যবস্থা করেনি। অবাধেই ওই এই খোলা সাঁকোর উপর দিয়ে চলত মানুষের যাতায়াত।

বৃহস্পতিবার দুপুরে সেই সাঁকোর ওপর দিয়েই যাচ্ছিলেন সাইকেল আরোহী স্থানীয় এক মহিলা এবং তার দু’বছরের শিশু। কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ওপর থেকেই সাঁকোর নিচে থাকা অথৈ জলে পড়ে যায় মা ও দুবছরের শিশুটি। জলের মধ্যে হাবুডুবু খেতে থাকেন মা ও শিশু । স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গেই সাঁকো থেকে ঝাঁপ দেন খালে।

আরও খবর- হাওড়া সাঁকরাইলে ভোজ্য তেলের গুদামে আগুন, রাস্তায় টগবগ করে ফুটছে তেল

ব্রিজ থেকে বাচ্চা সমেত খালে পড়লেন মা, সন্তানকে বাঁচাতে হাবুডুবু মায়ের

কোনওক্রমে ডুবন্ত শিশু ও মাকে উদ্ধার করেন তাঁরা। স্থানীয় এক ডাক্তার সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা করানো হয় মা ও শিশুটিকে। বর্তমানে তাঁরা দু’জনেই সুস্থ রয়েছেন। তবে দুশ্চিন্তা কাটছে না ওই এলাকার বাসিন্দাদের। রাতবিরেতে এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। এই আশঙ্কায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

ট্রেন্ডিং খবর