সকলের জীবন মূল্যবান
এই জগতে একমাত্র মানুষই অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। তাই মানুষের জীবন মহামূল্যবান ! অনেকেই এমনটা মনে করে থাকেন। কিন্তু তাদের ধারণা একেবারেই ভুল। এই জীবজগতে প্রতিটি পশু পাখি মানুষ সকলের জীবনে মূল্যবান। এ কথা প্রমাণ করে দেখালেন কয়েকজন রেল কর্মী।
বর্তমান সময়ে নেটমাধ্যমের প্রতিটি প্ল্যাটফর্মেই প্রতিদিন হাজার হাজার পোস্ট এবং ভিডিও ভাইরাল হয়। তবে, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলি খুব সহজেই সকলের মন আকৃষ্ট করে। সম্প্রতি ঠিক সেইরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পশুপাখি সংক্রান্ত ভিডিওগুলিও নেটমাধ্যমে ভাইরাল হতে সময় নেয় না। এবার একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুকুরকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে কীভাবে বাঁচালেন কয়েকজন রেলকর্মী। ভিডিওটি দেখার পর রেলকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ নেতাগরিকরা।
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি রেল ট্র্যাকে কর্মরত অবস্থায় সেখানে একটি কুকুরকে দেখতে পান কর্মীরা। কুকুরটির পা ট্র্যাকে থাকা জয়েন্টের মধ্যে আটকে রয়েছে। কুকুরটি বারবার চেষ্টা করেও সেখান থেকে বেরোতে পারছিল না। খুব সম্ভবত স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে হঠাৎ ট্র্যাক পরিবর্তন হওয়ায় কুকুরের পা জয়েন্টের মাঝে আটকে গিয়েছিল। এদিকে সেই সময়ে দ্রুতগতিতে কুকুরটির দিকে এগিয়ে আসছিল একটি ট্রেন। সেই সময় তার জীবনে কি ঘটতে চলেছে তা নিশ্চয়ই বুঝতে পারছিল ওই কুকুরটিও।
আরও খবর- ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বাংলার হয়ে তিনটি সোনা আনল সাউথ দমদমের সুজয়
রেল লাইনের মধ্যে আটকে গিয়েছে কুকুরের পা! ছুটে আসছে ট্রেন, রেলকর্মীরা যা করলেন….
এদিকে, কুকুরটিকে ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের জন্য ছুটে আসেন সেখানে থাকা রেলকর্মীরা। একজন কর্মচারী প্রথমে একটি বড় লোহার রড দিয়ে ট্র্যাকগুলি আলাদা করার চেষ্টা করলেও ব্যর্থ হন। যদিও, শেষপর্যন্ত দু’টি ট্র্যাকের মধ্যে একসাথে বেশ কয়েকটি লোহার রড ঢোকানো হয়। সঙ্গে সঙ্গে কুকুরটি সেখান থেকে পা বের করে নেয়।
মোট ২৮ সেকেন্ডের ওই ভিডিওটি এক্স- মাধ্যমে (@TheFigen_) নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে “মানবতা।” এই ভিডিওটি সত্যিই মানবতার এক অনন্য উদাহরণ উপস্থাপন করেছে। ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই লাখ লাখ মানুষ দেখেছেন। ঝড়ের বেগে তা ভাইরাল হচ্ছে।