১৫ অক্টোবরেই ছুটবে বাংলার প্রথম ফার্স্ট ক্লাস লোকাল! চড়তে গেলে খরচ কত? জানুন

Follw Us Now

১৫ অক্টোবরেই ছুটবে বাংলার প্রথম ফার্স্ট ক্লাস লোকাল! চড়তে গেলে খরচ কত? জানুন

বাংলার প্রথম ফার্স্ট ক্লাস লোকাল

আমাদের দেশে ভারতীয় রেল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গনপরিবহন মাধ্যম। সমাজে যে কোন শ্রেণির মানুষের কাছে রেল পরিষেবা প্রধান ও প্রথম পছন্দের। কারণ প্রতিদিন অগণিত যাত্রীর দৈনন্দিন চলাচলকে সহজ থেকে সহজ করে তুলেছে এই রেল। এই জন্যই ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয়ে থাকে। জানলে অবাক হবেন, প্রায় ১১৪,৫০০ কিলোমিটার ট্র্যাকের একটি বিস্তৃত নেটওয়ার্ক এবং প্রায় ৭৫০০ টি স্টেশনের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে ভারতীয় রেলের। গোটা দেশে যেন মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে রেলপথ।

এই জন্যই বিশ্বের বৃহত্তম রেল ব্যবস্থার মধ্যে ভারতের স্থান চার নম্বরে রয়েছে। বর্তমান দিনে বাংলার মানুষজন দুটি বৃহত্তম রেল স্টেশন হাওড়া শিয়ালদহকে নিয়ে যথেষ্ট গর্ব করে। কারণ এই দুটি স্টেশনের মাধ্যমে প্রতিদিন লক্ষ-লক্ষ, কোটি-কোটি মানুষ খুব সহজে যাতায়াত করে চলেছেন। দিনে দিনে শহরের প্রাণবিন্দু শিয়ালদহ স্টেশন যত সময় এগোচ্ছে ততই আধুনিক হয়ে উঠছে রেল পরিষেবা। যাত্রী পরিষেবা শুধু সুবিধার্থে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। বাড়ছে সৌন্দর্য্য।

এবার এই শিয়ালদহ ডিভিশনের মুকুট-এ জুড়তে চলেছে এক নয়া পালক। মুম্বাইয়ের ধাঁচে এই স্টেশন থেকে ছাড়া হবে ফার্স্ট ক্লাস কামরাযুক্ত ট্রেন। এছাড়া ট্রেনের গায়ে থাকবে বিভিন্ন ধরনের নকশা, যা মানুষকে আরও আকর্ষিত করবে বলে মনে করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, দুটি কোচে থাকছে অভিনব এই এই সুবিধা। কিন্তু এরই মাঝে এই ট্রেনের ন্যূনতম ভাড়া সম্পর্কে জানার পরে সাধারণ মানুষের চোখ একপ্রকার কপালে উঠেছে। অন্তত এমনটাই জানিয়েছেন যাত্রীদের একাংশ।

আরও খবর- আর ফ্রি নয় ফেসবুক ! লগইন করলেই দিতে হবে টাকা

১৫ অক্টোবরেই ছুটবে বাংলার প্রথম ফার্স্ট ক্লাস লোকাল! চড়তে গেলে খরচ কত? জানুন

বর্তমানে শিয়ালদহ থেকে রানাঘাটের ট্রেনের ভাড়া যাত্রীদের গুণতে হয় ২০ টাকা। তবে ওই ফার্স্ট ক্লাস কামরায় সফর করলে আপনাকে গুণতে হবে ১৭৮ টাকা। আপনি যদি মান্থলি টিকিট কাটতে চান সেই ব্যবস্থাও আছে। তার জন্যে আপনাকে খরচ করতে হবে মাসে ১২০০ টাকা। জানা গিয়েছে, ১৫ অক্টোবর থেকে এই নতুন ট্রেনের পথচলা শুরু হবে ভারতীয় রেলের।

ট্রেন্ডিং খবর